কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের বারবিশা বিটের জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার হল। শুক্রবার বারবিশা বিটের গভীর জঙ্গল থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার করে বারবিশা ফাঁড়ির পুলিশ। পুলিশ জানিয়েছে, শনিবার দেহ ময়নাতদন্তে পাঠানো হবে। জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম শুক্লা দাস। কুমারগ্রাম ব্লকের ভল্কা-বারবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বারবিশা মৌজায় তাঁর বাড়ি। উল্লেখ্য, গত ১ মার্চ বারবিশা বিটের জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন শুক্লা দাস, তাঁর ভাশুর বিকাশ দাস, বিকাশ দাসের স্ত্রী রত্না দাস ও মনসা বর্মন নামে আরেক মহিলা। বাকি তিনজন ফিরে এলেও শুক্লা দাস নিখোঁজ হয়ে যান। গত ৩ মার্চ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছ থেকে বিকাশ দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনার দেড় মাসের বেশি সময় পর জঙ্গল থেকে শুক্লার মৃতদেহ উদ্ধার হল। এদিন স্থানীয়রা জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে মৃতদেহ দেখতে পান। সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও বন বিভাগের কর্মীরা। শুক্লা দাসের স্বামী বুদ্ধেশ্বর দাস দেহ শনাক্ত করেন।