গ্রেফতার মাদ্রাজ আইআইটির কৃতি ছাত্র

IMG-20250420-WA0288

এর আগেও তাকে গ্রেফতার করে পুলিশ৷ ফের তাকে গ্রেফতার করে শনিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে৷ ধৄতের নাম অর্চন ভট্টাচার্য (২২) তার বিরুদ্ধে অভিযোগ এক যুবক কে হুমকি দেওয়ার৷ যার উপর বছর খানেক আগে ধারালো অস্ত্রের কোপ ওসে মেরে ছিল৷ ফের তাকে হুমকি দেওয়ার ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করেছে৷ কোদালিয়া এলাকার বাসিন্দা অর্চন ভট্টাচার্য৷ মেধাবী ছাত্র হিসেবে পরিচিত৷ বরাবর ভালো রেজাল্টও করেছে সে৷ চৌহাটি এলাকায় তার এক বান্ধবীর পালিত কুকুরকে মারধোর করায় অভিযুক্তদের বাড়িতে গিয়ে হামলা চালায় সে৷ দুজনকে ধারালো অস্ত্রের কোপও মারে৷ আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয৷ দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে তারা বাড়ি ফেরেন৷ এই ঘটনায় ২০২৪ সালের ৬ই জুলাই গ্রেফতার করা হয়েছিল৷ খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়৷ এই ঘটনায় মাস তিনেক আগে সে ছাড়া পায়৷ ফের আক্রান্তদের বাড়িতে গিয়ে কুকুরকে মারধোর করার ঘটনায় অভিযুক্তদের হুমকি দেয় সে৷

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement