মুম্বই: ক্রিকেট মাঠের বাইরেও শিরোনামে শুভমন গিল! শচীন-কন্যা সারা তেন্ডুলকর আর ভারতীয় ক্রিকেটার শুভমন গিল—দু’জনেই একে অপরকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন। আর তাতেই ফের মাথাচাড়া দিয়েছে তাঁদের সম্পর্ক ঘিরে গুঞ্জন। তাঁদের প্রেমের গুঞ্জন চলছিল বহুদিন ধরেই। ২০২০-তে এক আইপিএল ম্যাচে শুভমনকে প্রশংসায় ভাসিয়েছিলেন সারা, আর তখন থেকেই তাঁদের ‘লাইক-কমেন্ট’-এর আদানপ্রদান শুরু সোশ্যাল মিডিয়ায়। এমনকি শুভমনের দিদি শাহনিল গিল ও সিমরন সিধুকেও ইনস্টাগ্রামে ফলো করতেন সারা। ফলে সম্পর্কের খবর আরও জোরদার হয়।সত্যিই কি ইতি পড়ল সারা-শুভমনের রসায়নে? না কি নতুন কোনও অধ্যায়ের শুরু? উত্তর জানে শুধু ওঁরা দু’জনেই!