ফুরফুরায় পীরসাহেবদের প্রতিবাদ সভা

IMG-20250420-WA0001

দেশের সম্পদ ও সংবিধান রক্ষা করে শান্তিপুর্ন আন্দোলন সংগঠিত করে নয়া ওয়াকফ বিলের প্রতিবাদ করতে হবে। শুক্রবার ফুরফুরা শরীফে নতুন ওয়াকফ বিলের বিরোধিতায় অসংখ্য পীরসাহেবদের ডাকা একটা প্রতিবাদ সভায় কথাগুলো বলেছেন পীরজাদা ইমরান সিদ্দিকী। তিনি বলেন এই প্রথম ২৬ এপ্রিল ব্রিগেড ময়দানে সমস্ত সংখ্যালঘু মানুষদের মিলিত ঐক্যে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে ইনশাআল্লাহ। পীরজাদা মেহরাব সিদ্দিকী বলেন মোদি মোদি সরকার বলছেন হিন্দুরা খতরেমে হ্যায়,আসলে হিন্দুরা বিপদে নয়,বিপদে রয়েছে দেশ ও তার সংবিধান। তিনি বলেন আমরা হিন্দু মুসলমানরা এই রাজ্যে কাঁদে কাদঁ মিলিয়ে সম্প্রীতি বজায় রেখে বসবাস করছি। এই হুগলির কিছু দূরে সারদা মায়ের আঁতুরঘর,ব্যান্ডেল চার্চ ও রাজ বল্লভী মন্দির এবং ফুরফুরা শরীফে রয়েছেন যুগসংসকার পীর দাদা হুজুরের বাসস্থান। পীরজাদা সোওবান সিদ্দিকী বলেছেন নয়া ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য। সংবিধান ও গনতন্ত্র রক্ষা করার জন্য এই সময় সমস্ত মানুষের ঐক্য জরুরি। এই বিষয়ে পীরজাদা উজায়ের সিদ্দিকী খুব জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। যুকতি দিয়ে কালা কানুনের ভয়াবহ দিক তুলে ধরেছেন। পীর আবদুল্লাহ সিদ্দিকী, পীরজাদা তাহের সিদ্দিকী, পীরজাদা সাফেরি সিদ্দিকী, পীরজাদা তামিম সিদ্দিকী, পীরজাদা আম্মার সিদ্দিকী, পীরজাদা সৈয়দ আফতাব উদ্দিন হোসাইন, পীরজাদা মিনহাজ সিদ্দিকী, পীরজাদা মুজাহিদ সিদ্দিকী, পীরজাদা হোজায়ফা সিদ্দিকী সহ ৪০ জন বাগ্মী বক্তারা আলোচনা করে বলেছেন এই কালা কানুন পত্যাহার করতেই হবে মোদি সরকার কে। নাহলে আমাদের লাগাতার শান্তিপূর্ণ অবরোধ ও আন্দোলন চলবে। আগামী ২৬ এপ্রিল ব্রিগেডের সভা সফল করার জন্য আহ্বান জানান।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement