বৈশাখে চড়া দাম মাছের, মাথায় হাত বাঙালির

IMG-20250420-WA0000

শিলিগুড়ি: বেড়েছে মাছের দাম। তাই মাছ কিনতে গিয়ে হতাশ বাঙালি। মাছের দাম শুনে অনেকেই মাথায় হাত দিয়ে খালি ব্যাগ নিয়ে বাড়িতে ফিরছেন। শিলিগুড়ির বাজারে আপাতত এই অবস্থা। মাছ বিক্রেতারা জানিয়েছেন কিছুই করার নাই। আমাদের এই দামেই মাছ বিক্রি করতে হবে। না হলে আমরা কিভাবে ব্যবসা করব। সবচাইতে বড় কথা শিলিগুড়ির সব বাজারে ছোট কিংবা বড় মাছ কিনতে গিয়ে, ক্রেতাদের মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। সব বাজারে এক দাম। বিয়ের মরসুম বলেই কি কমে গেল মাছের বিক্রি? না দাম বেড়ে যাওয়ার জন্য। তারা জানিয়েছেন আমাদের কিছুই করার নেই। তাই কাজ হল আপাতত আমাদের ব্যবসা করে যাওয়া। আমরা জানি সমস্যা হচ্ছে, তবে আমাদের কিছুই করার নেই, জানিয়ে দিলেন তারা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement