‘কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ’ দেখে প্রশংসা টুইঙ্কেলের

IMG-20250419-WA0293

মুম্বাই: বলিউডে দেশাত্মবোধক ছবি মানেই প্রথম তালিকায় থাকেন অক্ষয় কুমার। ‘মিশন মঙ্গল’, ‘কেশরী’,‘এয়ারলিফ্ট’, ‘মিশন রানিগঞ্জ’ থেকে শুরু করে এহেন একের পর এক ছবিকে দেশ প্রেম উসকে দিয়েছেন বিটাউনের খিলাড়ি। এবার সেই তালিকাতেই সংযোজন ‘কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ’। যেখানে সি শংকরণ নায়ারের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। ব্রিটিশরাজ জেনারেল ডায়ারের বিরুদ্ধে গর্জে ওঠা থেকে শুরু করে আদালতে দাঁড়িয়ে সমস্ত ব্রিটিশ কর্মীদের সামনেই ইংরেজ সরকারকে তুলোধনা, পর্দায় দাপটে সঙ্গে তা ফুটিয়ে তুলেছেন অক্ষয় কুমার। পর পর কয়েকটি ছবিতে মুখ থুবড়ে পড়েছিলেন অক্ষয়। তবে ‘কেশরী ২’-তে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা। মুম্বইয়ে ছবির স্পেশ্যাল স্ক্রিনিং-এ হাজির ছিলেন টুইঙ্কেল, পরিবারের অন্যান্য সদস্য সহ ইন্ডাস্ট্রির অনেকেই। অক্ষয়ের অভিনয়ে দাঁড়িয়ে প্রশংসা করেন সকলে। গর্বে উচ্ছ্বসিত হন টুইঙ্কেল। এদিন ‘কেশরী চ্যাপ্টার ২’–এর স্পেশ্যাল স্ক্রিনিং-এ পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে এক গম্ভীর অনুরোধ করেন খিলাড়ি। বলেন, “ভুলেও ছবির শুরুটা মিস করবেন না!” অক্ষয়ের কথায়,“যাঁরা এই ছবি দেখতে যাচ্ছেন, তাঁদের হাতে জোড় করে বলছি-দয়া করে শুরুটা মিস করবেন না। প্রথম ১০ মিনিটই এই ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।তিনি আরও যোগ করেন, “যাঁরা সিনেমাটা দেখতে যাবেন, তাঁরা যেন ঠিক সময়েই হলে ঢোকেন। একদম প্রথম থেকেই দেখা শুরু করুন, নয়তো অনেক কিছু মিস করে ফেলবেন।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement