সন্ত্রাস নিয়ে চিন্তিত উত্তরবঙ্গের ব্যবসায়ীরা

IMG-20250418-WA0225

মালদহ: মুর্শিদাবাদের যে সন্ত্রাস তৈরি হচ্ছে মোথা বাড়িতে যে সন্ত্রাসের উদাহরণ দেখা দিয়েছে তাতে চিন্তিত মালদার ব্যবসায়ীরা শুধু মালদা নয় এই নিয়ে চিন্তিত উত্তরবঙ্গের ব্যবসায়ী সমাজ l পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন এই নিয়ে মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক জানান তারা চিন্তিত বিশেষত স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে মালদা জেলায় প্রচুর স্বর্ণ ব্যবসায়ী রয়েছে তাদের প্রতিদিনের লেনদেনের পরী মানও যথেষ্ট ভালো কিন্তু যে সন্ত্রাসের আবহ তৈরি হচ্ছে মুর্শিদাবাদ এবং মালদার মোথাবাড়ি তে তাতে সেই স্বর্ণ ব্যবসায়ীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত শুধুমাত্র মুখ্যমন্ত্রী যদি পদক্ষেপ নেন তাহলে এই অবস্থার শুরু হওয়া অবস্থার হতে পারে না হলে আস্তে আস্তে ব্যবসা বন্ধের মুখে হচ্ছে কারণ ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যেই রয়েছেন। যে সন্ত্রাস দেখা গিয়েছে তাতে ব্যবসায়ীদের আতঙ্কের মধ্যে রয়েছে ।ইংলিশ বাজার শহরের রথবাড়ি সাঁকো পাড়া মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের নিজস্ব ভবনে ব্যবসায়ীদের সাথে বর্তমান অবস্থার দিকে তাকিয়ে জরুরী আলোচনায় বসা হয় এবং সেখান থেকেই সম্পূর্ণ পরিস্থিতির উপর তাকিয়ে নিরাপত্তার তাগিদে মুখ্যমন্ত্রীর দরবারে আবেদন করা হয়।
সম্পাদক জয়ন্ত বসাক জানান মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ধুলিয়ান সুতি মোথা বাড়িতে যেভাবে দেখলাম দোকান লুটপাট করা হচ্ছে দোকান পুড়িয়ে দেওয়া হচ্ছে এসব দেখে আমরা ব্যবসায়ীগণ আতঙ্ক গ্রস্থ হয়ে পড়েছি তার জন্য আমরা আগাম মুখ্যমন্ত্রী কে চিঠি দিয়ে দিলাম। অতি সত্বর ব্যবসায়ীদেরকে সুরক্ষিত করা যায় সেজন্য শরণাপন্ন হলাম মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প এর দাবী জানাই আমরা যাদের শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারি, সেটারও দাবি জানাই গোয়েন্দা বিভাগ যারা রয়েছেন তারাও যাতে সক্রিয় হতে পারে। সেটাও আবেদন রাখব।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement