ধূপগুড়ির শালবাড়িতে রেলের জমি দখল করার অভিযোগ

IMG-20250418-WA0221

বানারহাট: ধূপগুড়ির শালবাড়িতে বিজেপি নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। নিজেদের জমি দখলমুক্ত করতে বিভিন্ন জায়গায় নোটিস জারি করছে রেল। কিন্তু, প্রভাব খাটিয়ে ধূপগুড়ির নতুন শালবাড়িতে রেলের জমির একাংশ দখল করে ভরাট করার অভিযোগ উঠল বিজেপির ধূপগুড়ি পূর্ব মণ্ডলের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে। যা নিয়ে অস্বস্তিতে পড়ছে বিজেপি। তবে বিষয়টি নিয়ে নতুন শালবাড়ি স্টেশন মাস্টারের কোনও প্রতিক্রিয়া মেলেনি। ধূপগুড়ির নতুন শালবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জমি ও নয়নজুলি রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সেই নয়নজুলি দখল করে ভরাট করছে ধূপগুড়ির বিজেপির পূর্ব মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট প্রদীপ দেব। স্থানীয় একটি ক্লাব বিষয়টি জানতে পেরে সেই জমির উপর সাইনবোর্ড বসিয়ে দেয়। তবে প্রদীপ দেব-এর পাল্টা বক্তব্য, কোথায় গিয়ে অভিযোগ জানাবে, জানাক। আমি এসব কিছু জানি না। অভিযোগের কোনও সারবত্তা নেই।তবে, দখলদারির অভিযোগ ওঠা সত্ত্বেও বিজেপি নেতা বলেই ছাড় দিচ্ছে রেল, বলে দাবি তৃণমূলের। ধূপগুড়ির তৃণমূল টাউন ব্লক সভাপতি সাগ্নিক দাস বলেন, যেখানে রেল নিজেদের জমি দখলমুক্ত করার জন্য গরীবদের উচ্ছেদ করছে, সেখানে বিজেপির এক নেতা রেলের জমি দখল করে ভরাট করলেও রেল নিশ্চুপ। স্থানীয় বাসিন্দা ধ্রুব রায় বলেন, ওই ব্যক্তি রেলের জমি ভরাট করে দিয়েছে। অপর ব্যক্তি প্রদীপকুমার মণ্ডল বলেন, প্রদীপ দেব নামের ওই ব্যক্তি রেলের অনেকটা জমি দখল করে অবৈধভাবে ভরাট করছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement