মধ্যশিক্ষা পর্যদের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার ‘যোগ্য’ শিক্ষকদের ৩১ ডিসেম্ভব পর্যন্ত স্কুলে ফেরার সুযোগ দিয়েছে। সুপ্রিম নির্দেশের পরই বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে চাকরিহারাদের বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের আবেদন সুপ্রিম কোর্ট সাড়া দিয়েছে। ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গিয়েছে’। সঙ্গে তাঁর আশ্বাস, অনেকে বলছেন, ২০২৬-এ যাবে, ২০২৬ যাওয়ার প্রশ্নই নেই। এ বছরের মধ্যে সব সমাধান হয়ে যাবে। আমরা যেটা করব আশা করি ভুল করব না। কারণ, মানুষের কাছে আমি ভুল করি না’। মুখ্যমন্ত্রী বলেন, ‘আপাতত স্বস্তি। শিক্ষকদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম, কী করে দেওয়া যায়! আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না। আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। আমরা কথা দিয়েছিলাম যে, আমরা দেখব ওদের কোনও অসুবিধা না হয়। কাজেই আমি খুশি আপাতত একটা সময় আমি পেয়ে গিয়েছে। শিক্ষকরা মাইনে পাবেন যথাসময়ে। এটা বড় স্বস্তির খবর। একটা স্বস্তি যখন হয়, তখন ভবিষ্যতের স্বস্তিও তার উপরে নির্ভর করে’। শিক্ষকদের কাছে তাঁর আবেদন, ‘ভালো করে মন দিয়ে ক্লাস করুন। ভালো করে মন দিয়ে কাজ করুন। ভালো করে মন দিয়ে কাজ করুন। চিন্তা করবেন না। আমরা আপনাদের সহসাথী। আপনাদের বেদনা হলে আমাদের বেদনা লাগে।’