শিলিগুড়ি: আকাশ ছোঁয়া ভাড়া, শিলিগুড়ি থেকে গ্যাংটক। জিজ্ঞাসা করতেই যে দাম বলছে তাতে মাথায় হাত পড়ে যায়। এত দাম দিয়ে কোনদিন আমরা আসিনি , জানালেন এক পর্যটক। সাধারণত এই মার্চ মাস থেকে জুন জুলাই পর্যন্ত একটা মৌসুম থাকে পর্যটকদের। বিশেষ করে সিকিম যাওয়ার জন্য। প্রতিবারই একটা ভাড়া নির্দিষ্ট করে চাওয়া হয়, আর এবার তো আকাশ ছোঁয়া। সাথে বেশি লোক থাকলে তো কথাই নেই। এখন এতদূর এসে গিয়ে ফিরে যাওয়া সমস্যা, অগত্তা তিনগুণ ভাড়া দিয়ে যাচ্ছেন পর্যটকেরা। কেন এত দাম? গাড়ি চালকরা জানাচ্ছেন কিছুই করার নাই তাদের তাদেরও তো দিতে হয়। এখন না নিলে উপায় কি, পর্যটক এরা জানিয়েছেন আমরা বুঝেই পাইনা কিভাবে এত ভাড়া হয়? বিশেষ করে উত্তরবঙ্গের পর্যটন শিল্প একটা আলাদা ভূমিকা নিয়ে থাকে, এত ভাড়া হলে তো, পর্যটক এর আশায় বন্ধ করে দেবে। অন্য জায়গায় যাবে , কেন সিকিমে আসবে? এর থেকে তো দার্জিলিং ভালো , সিকিম পর্যটকরা আছেন এবং আসেন একটা আলাদা পরিকল্পনা নিয়ে। ভালবাসেন ঘুরতে , যারা তারাই তো আসেন এখানে। তবে এইভাবে দিনের পর দিন ভাড়া বাড়তে থাকলে মাথা বন্ধ করে দিতে হবে আমাদের, জানিয়ে দিলেন এক মহিলা পর্যটক।