অশান্ত মুর্শিদাবাদে শুক্রবার থেকে উত্তপ্ত হয়েছে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে। ধুলিয়ান, সুতি, সামসেরগঞ্জ সহ বিভিন্ন জায়গায় দফায় দফায় রণক্ষেত্র হয়ে ওঠে। এখনও পর্যন্ত দুষ্কৃতী হামলায় ঘরছাড়া বহু মানুষ। শুধু আশ্রয় হারিয়েছেন এমন নয়, হারিয়েছেন নিজেদের সম্পত্তি। অশান্ত এলাকায় পরিদর্শনে গিয়েছেন রাজ্যের ডিজি থেকে এডিজি। কিন্তু ঘর হারানো মানুষের অভিযোগ রাজ্যের কোনো প্রশাসনিক ব্যক্তি তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেননি। মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন। কিন্তু ঘর হারাদের সঙ্গে পুলিশের ডিজিকে দেখা করতে হবে এই অভিযোগ তুলে ভবানী ভবনের দ্বারস্থ হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বুধবার ভবানী ভবনে মুর্শিদাবাদের কয়েকজন ঘরছাড়াকে সঙ্গে নিয়ে ভবানী ভবন যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি একাধিক নেতারা। তাঁদের দাবি, রাজ্যে ডিজিকে ঘরছাড়াদের সঙ্গে দেখা করে কথা বলতে হবে, তাঁদের অভাব-অভিযোগ শুনতে হবে। তাঁর দাবি, ডিজি রাজীব কুমারকে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে।
এদিন সুকান্ত ছাড়াও জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায়, অর্জুন সিং যান। তবে সুকান্ত সহ বিজেপির প্রতিনিধি দলকে ভবানী ভবনে ঢোকার আগেই আটকায় পুলিশ। তাদের দাবি,আগাম অনুমতি না নিয়ে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে এভাবে দেখা করা সম্ভব নয়। এরপর সেই নিয়েই বিজেপি নেতাদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়।
যদিও এই দাবিতে ধর্না শুরু করেন সুকান্ত মজুমদাররা।
রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে সুকান্ত মজুমদারের অভিযোগ, মুর্শিদাবাদের ঘটনার পর এলাকা পরিদর্শনে গেছিলেন রাজ্যের ডিজিপি। কিন্তু ঘরছাড়া হোক কিংবা আক্রান্তদের পরিবার, কারও সঙ্গেই দেখা না করে কথা বলেননি তিনি। রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও রাজ্যের মহিলারা নিরাপদ নন।