জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলা বানারহাট ব্লকের অন্তর্গত উত্তর চানাডিপা এলাকায় চড়ক এর ঘূর্ণিঘোরাতে গিয়েই বিপত্তি। এদিন সন্ধ্যাবেলায় উত্তর চানাডিপা এলাকার একটি কৃষি জমিতে চড়ক মেলা বসেছিল। তার পাশাপাশি চড়ক ঘুড়াকালীন ঘটে যায় ভয়ংকর বিপত্তি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন উত্তর চানাডিপা এলাকায় একটি ফাঁকা কৃষি খেতে চরক মেলা বসেই আর সেই মেলাতে চড়ক ঘোরানোর সময় বেশ কয়েক বার ঘোরানোর পর সাইকেল নিয়ে যখন চড়কের ঘুর্নিতে ঘুরতে থাকেন সেই সময় আচমকাই চরকের রশী ছিড়ে গিয়ে ছিটকে পড়ে যান চরকে ঘূর্ণিরত ব্যক্তি।তবে বেশ কয়েক বছর ধরেই এই ধরনের ঘটনা ঘটেই চলেছে বিভিন্ন এলাকায় কখনো বা চরকের ঘূর্ণি রত খুঁটি উল্টে পড়ে গিয়ে বিপত্তি কখনো বা ছিটকে পড়ে গিয়ে বিপত্তি। তবে তার ব্যতিক্রম ঘটেনি এ বছরও। প্রত্যেক বছরই আয়োজন করা হয়ে থাকে উত্তর চানাডিপার এই চরকের অনুষ্ঠান। তবে এত বছরও এমন কোন দুর্ঘটনা ঘটেনি যেটাতে এরকম বিপত্তি ঘটতে পারে। আর এতেই আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে খবর চরক ঘোড়া কালীন এই বিপত্তি ঘটে তবে প্রশাসন তরফ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় বলে স্থানীয় সূত্রে খবর।। এই মর্মান্তিক ঘটনায় কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও তারা নাম প্রকাশের অনাচ্ছি অনেক ব্যক্তি আমাদের সামনে এসে সমস্ত বিষয়ে তুলে ধরেন। তবে এই ঘটনায় অন্য কেউ আহত হয়নি বলে সূত্রের খবর।