বলিউডে পা অজয়-কাজলের মেয়ের! অভিনয়ে যাত্রা শুরু নিসার

IMG-20250416-WA0222

মুম্বই: অজয় দেবগণ ও কাজলের মেয়ে নিসার সমাজমাধ্যমে জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যদিও বলিউডে এখনও তাঁর অভিষেক হয়নি। পার্টি করতে বড্ড ভালবাসেন নিসা। বিভিন্ন সময় রাত পার্টি থেকে টলমল পায়ে বেরোতে দেখা গিয়েছে তাঁকে। কখনও আবার পোশাকের কারণে বিতর্কে জড়িয়েছেন এই তারকা-কন্যা। পরিচিতি যেমন হয়েছে, তেমনই এই পরিচিতির কারণে বিড়ম্বনাও পোহাতে হয় নিসাকে। এদিকে, বলিউড তারকাদের সন্তানেরা একে একে অভিনয় দুনিয়াতেই পা রাখছেন। অনন্যা পাণ্ডে, সারা আলি খান থেকে জাহ্নবী কাপুর, খুশি কাপুর, সুহানা খান, রাশা থাদানি সকলেরই বলিউড অভিষেক হয়েছে। বেশ কয়েক বছর ধরেই জল্পনা নিসা দেবগণের বলিউডে যাত্রা শুরু নিয়ে। যদিও গত কয়েক বছর বিভিন্ন সময় নিজের জীবনযাপনের জন্য ক্রমাগত সমালোচনার মুখে পড়তে হয়েছে নিসাকে। বিভিন্ন সময় গায়ের রং নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে কাজল-কন্যাকে। তাই ২২ বছরের মেয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।সম্প্রতি এক সাক্ষাৎকারে মা কাজল মেয়ের বলিউড-অভিষেক প্রসঙ্গে মুখ খুলেছেন। কাজলের কথায়, “আমার মেয়ে ২২-এ পা দিয়েছে। ইতিমধ্যেই ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আপাতত বলিউডে ও এখনই আসতে চায় না।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement