লাল-হলুদে বার পুজোর দিনেও ঝামেলা

IMG-20250415-WA0356

ইস্টবেঙ্গলে আবার অশান্তি। ফুটবলার ক্লেটন সিলভার সঙ্গে কোচ অস্কার ব্রুজ়োর গন্ডগোল চলছেই। বার পুজোর দিনেও দেখা গেল সেই ঝামেলা। মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন ক্লেটন। গত রবিবার অনুশীলনে ৩০ সেকেন্ডের মধ্যে মাঠ ছেড়েছিলেন তিনি। এ দিনও বেশি ক্ষণ মাঠে থাকলেন না। এই মাসের শেষে সুপার কাপ। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। প্রতি বছর পয়লা বৈশাখের দিন লাল-হলুদে বার পুজো হয়। মঙ্গলবারও সেই রীতি মেনে পুজো হয়। তার পর মাঠে অনুশীলনও করে দল। সেই অনুশীলনে উপস্থিত ছিলেন ক্লেটন। সাইড লাইনে অনুশীলন করছিলেন তিনি। সেই সময় ইস্টবেঙ্গলের সিটিও অময় ঘোষালকে দেখা যায় ক্লেটনকে কিছু বলতে। এর পরে কোচ অস্কারও বিদেশি ফুটবলারকে কিছু বলেন। তার পরেই মাঠ ছাড়তে দেখা যায় ক্লেটনকে। তাঁর সঙ্গে কোচের কথা কাটাকাটি হয়। ক্লেটনকে শান্ত করার চেষ্টা করেন শৌভিক চক্রবর্তী। কোচ এবং ফুটবলারের এমন ঝামেলাকে যদিও দলের ইতিবাচক দিক হিসাবে দেখছেন ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, “ইস্টবেঙ্গলে আগেও কোচ এবং ফুটবলারের মধ্যে ঝামেলা হয়েছে। তাতেও সাফল্য এসেছে। কোচের সঙ্গে ফুটবলারের এমন চ্যালেঞ্জ থাকবে। এটাই প্রথম পদক্ষেপ। ঝামেলা থাকবে, তার মানে এই নয় যে বিশৃঙ্খলার চূড়ান্ত হবে। তবে কোচের সঙ্গে যে ফুটবলারের এই চ্যালেঞ্জ রয়েছে সেটা আমাদের জন্য ভাল দিক।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement