ওয়াকফ আইন নিয়ে কংগ্রেসকে তোপ মোদীর

1200-675-23957478-thumbnail-16x9-waqf

সংশোধিত ওয়াকফ আইন নিয়ে সংখ্যালঘুদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিও উঠছে। আবার কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলিও সংশোধিত ওয়াকফ আইন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ জারি রেখেছে। এই প্রেক্ষাপটে সংশোধিত ওয়াকফ আইনকে সামনে রেখে কংগ্রেসকেই পাল্টা নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ছিল বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী। সংবিধানের রূপকারকে স্মরণ করেই কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর অভিযোগ, ওয়াকফ আইনের বিরোধিতার পথে হেঁটে ভারতীয় সংবিধানের রূপকারের অবমাননা করেছে কংগ্রেস। সোমবার হিসার বিমানবন্দরের উদ্বোধনে যান মোদী । সেই অনুষ্ঠানে কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, সংবিধানকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা লুটেছে হাত শিবির। তফসিলি জাতি-উপজাতির কাছে সংবিধানে লিখিত সংরক্ষণের সুবিধা পৌঁছেছে কিনা, সেদিকে নজর রাখেনি। ওয়াকফ আইন নিয়ে কংগ্রেসের বিরোধিতাকে ‘ভোটব্যাঙ্কের ভাইরাস’ বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, “আমার সরকার যা সিদ্ধান্ত নেয় প্রত্যেকটাই বাবাসাহেব আম্বেদকরকে উৎসর্গ করা। কিন্তু জরুরি অবস্থার সময়ে সংবিধানকে হত্যা করেছে কংগ্রেস। ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধির উল্লেখ রয়েছে সংবিধানে, কিন্তু কংগ্রেস তা কার্যকর করেনি। আজ উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলেও কংগ্রেস তার বিরোধিতা করছে। আসলে সংবিধানে বর্ণিত অধিকার আদৌ অনগ্রসর মানুষের কাছে পৌঁছল কিনা, সেদিকে লক্ষ্য রাখেনি কংগ্রেস। প্রধানমন্ত্রী আরও বলেন, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চাননি আম্বেদকর। কিন্তু হাত শিবিরের মুসলিম তোষণের জেরে মুসলিমদের ক্ষতি হয়েছে। তোপ দেগে মোদি বলেন, “যদি মুসলিমদের নিয়ে এতই ভাবেন তাহলে দলের প্রেসিডেন্ট হিসাবে কোনও মুসলমানের নাম ঘোষণা করেন না কেন? ওয়াকফের সম্পত্তি যদি সঠিকভাবে ব্যবহৃত হত তাহলে মুসলিম যুবকদের সাইকেলের পাংচার সারিয়ে জীবনধারণ করতে হত না। ওয়াকফের অপব্যবহার করে দলিত-বিধবাদের সম্পত্তি কেড়ে নেওয়া হত। কিন্তু নতুন ওয়াকফ আইনে সেটা আর হবে না। কিন্তু ভোটব্যাঙ্কের ভাইরাস কংগ্রেস সেই আইনেরও বিরোধিতা করেছে।”ভারতীয় সংবিধানের অন্যতম রূপকার অম্বেডকরের সাম্যের চেতনাকে কংগ্রেস তার ‘ভোটব্যাঙ্ক এবং তোষণের রাজনীতি’র মাধ্যমে অপমান করেছে বলেও অভিযোগ করেন মোদী। তিনি বলেন, ‘‘কংগ্রেস আমাদের পবিত্র সংবিধানকে ক্ষমতা অর্জনের অস্ত্রে পরিণত করেছে। যখনই কংগ্রেস দেখেছে ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে, তখনই তারা সংবিধানকে পদদলিত করেছে।’’ ২০১৩ সালের শেষ পর্বে লোকসভা ভোটের কয়েক মাস আগে তৎকালীন ইউপিএ জোটের সরকার কেন তড়িঘড়ি ওয়াকফ আইন সংশোধন করেছিল, সে প্রশ্ন তোলেন তিনি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement