তাঞ্জানিয়ায়-এর প্রথম বন্দরে প্রবেশ আইওএস সাগর এর

IMG-20250414-WA0383

নয়া দিল্লি: ভারতীয় মহাসাগরীয় জাহাজ আইওএস সাগর জাহাজ হিসেবে মনোনীত আইএনএস সুনয়না ১২ এপ্রিল ২০২৫ তারিখে তাঞ্জানিয়া বন্দর দার-এস-সালাম-এ প্রবেশ করেছে। এই জাহাজটি কর্ণাটকের কারওয়ার থেকে ভারত মহাসাগরীয় অঞ্চলের ৯টি বন্ধু বিদেশী দেশের ৪৪ জন নাবিককে নিয়ে যাত্রা করেছিল। এই বন্ধু দেশগুলির মধ্যে রয়েছে কোমোরস, কেনিয়া, মাদাগাস্কার, মালদ্বীপ, মরিশাস, মোজাম্বিক, সেশেলস, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। তাঞ্জানিয়ার নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল এআর হাসান আইওএস সাগরকে স্বাগত জানান। এছাড়া ভারতীয় হাই কমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বন্দরে অবস্থানকালে জাহাজটি এআইকেইওয়াইএমই নৌ মহড়ায় অংশ নেবে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ ১৩ এপ্রিল ২০২৫ তারিখে এই নৌ মহড়ার উদ্বোধন করবেন। ভারতীয় নৌ বাহিনীর অন্য দুটি জাহাজ আইএনএস চেন্নাই এবং আইএনএস কেশরী এই মহড়ায় আইএনএস সুনয়নার সঙ্গে যোগ দেবে। আইএনএস সুনয়নায় বন্ধু দেশের নৌ কর্মীদের অংশগ্রহণ বিশ্বব্যাপি সমুদ্র সহযোগিতার প্রসারের উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে। ভারতীয় নৌবাহিনী যৌথভাবে সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধির ও জাহাজ চলাচলের পথকে অবাধ ও নিরাপদ করতে প্রতিশ্রুতিবদ্ধ। জাহাজটি ১৫ এপ্রিল ২০২৫ তারিখে দার-এস-সালাম থেকে পরবর্তী বন্দর নাকালা মোজাম্বিকের উদ্দেশ্যে রওনা দেবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement