বেলজিয়ামে গ্রেফতার মেহুল চোকসী

capture_1744602232

বেলজিয়ামে গ্রেফতার করা হল ঋণখেলাপি মামলায় পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসীকে। ভারতের অনুরোধে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত মেহুল চোকসী। ৬৫ বছরের পলাতক এই ব্যবসায়ীর গ্রেফতারির জন্য বেলজিয়ামের কাছে আবেদন জানিয়েছিল ভারতের তদন্তকারী সংস্থা সিবিআই। সেই অনুযায়ী শনিবার তাঁকে গ্রেফতার করে সে দেশের পুলিশ।আপাতত তিনি রয়েছেন বেলজিয়ামের জেলে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, মেহুলকে গ্রেপ্তার করা পর থেকেই বেলজিয়াম সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলা হচ্ছে।উল্লেখ্য, প্রায় ১৩ হাজার ৫৫০ কোটি টাকা তছরুপের অভিযোগ আছে মেহুল চোকসির বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তার করার উদ্যোগ নেওয়ার পরেই তিনি ভারত ছেড়ে চলে যান। বেলজিয়ামে আসার আগে তিই অ্যান্টিগুয়া এবং বারবুদাতে ছিলেন। টাকা জালিয়াতির মামলায় সিবিআই ছাড়াও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-ও তদন্ত করছিল মেহুল চোকসির বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে দুই বার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল মুম্বই আদালত। ২০১৮ সালের মে মাসের পরে ২০২১ সালের জুন মাসেও তাঁর বিরুদ্ধে ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মুম্বইয়ের আদালতে চোকসীর বিরুদ্ধে দু’টি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। ২০১৮ সালের ২৩ মে-র পর আবার ২০২১ সালের ১৫ জুন চোকসীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সেই পরোয়ানাতেই গ্রেফতার করা হয়েছে চোকসীকে। তবে শীঘ্রই তিনি জামিনের আবেদন জানাবেন। শারীরিক অবস্থা এবং অন্যান্য কারণ দেখিয়ে বেলজিয়ামে জামিন চাইবেন চোকসী। ঋণখেলাপি মামলায় পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসীকে দেশে ফেরাতে চাইছে ভারত। গত শনিবার বেলজিয়ামে গ্রেফতার হয়েছেন তিনি। সূত্রের খবর, ভারতের অনুরোধেই তাঁকে গ্রেফতার করেছেন সে দেশের কর্তৃপক্ষ। তাঁর প্রত্যর্পণের বিষয়ে ইতিমধ্যে আইনি পরামর্শও নিতে শুরু করেছে ভারত সরকার। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে ভারত এবং বেলজিয়ামের মধ্যে প্রত্যর্পণ চুক্তি নিয়েও। সাধারণত প্রত্যর্পণের বিষয়গুলি নির্ভর করে দ্বিপাক্ষিক চুক্তির উপরে। সে ক্ষেত্রে চোকসীকে দেশে ফেরানোর ক্ষেত্রে এই চুক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে বিচারের জন্য ভারতে নিয়ে আসা হয়েছে। বেলজিয়ামে গ্রেফতার হয়েছেন ভারতে আর্থিক তছরুপের মামলায় পলাতক মেহুল চোকসীও। তাঁকেও দেশে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে। সূত্রের খবর, ভারত সরকারের অনুরোধেই তাঁকে গ্রেফতার করেছেন বেলজিয়ামের কর্তৃপক্ষ। তাঁকে দেশে ফেরানোর জন্য আইনি পরামর্শ নেওয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার। তবে রানা বা চোকসী ছাড়া আরও অনেকে রয়েছেন যাঁদের দেশে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। তাঁদের মধ্যে কেউ দেড় দশক ধরে ভিন্‌দেশের জেলে বন্দি, অথচ প্রত্যর্পণ হয়নি। আবার কেউ গ্রেফতার হয়েও জামিন পেয়ে গিয়েছেন। কেউ আবার ঘুরে বেড়াচ্ছেন বিদেশের মাটিতে!যাঁদের দেশে ফেরানোর চেষ্টা চলছে, তাঁদের বিরুদ্ধে অভিযোগও ভিন্ন ভিন্ন। কারও বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে, কেউ আবার জঙ্গিযোগে অভিযুক্ত। আবার কেউ দুষ্কৃতী দলের সদস্য। গত বছরের ডিসেম্বরে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছিলেন, বিভিন্ন দেশে মোট ১৭৮টি প্রত্যর্পণের অনুরোধ পাঠানো হয়েছে। তার মধ্যে শুধু আমেরিকাকেই পাঠানো হয়েছে ৬৫টি প্রত্যর্পণ অনুরোধ। সংসদে আরও জানানো হয়, ২০০২-২০১৮ সালের মধ্যে ১১টি প্রত্যর্পণ অনুরোধকে গুরুত্ব দিয়েছে আমেরিকা। বস্তুত, গত বছরের ডিসেম্বরের পর থেকে এখনও পর্যন্ত একটি মাত্র সফল প্রত্যর্পণ হয়েছে। গত সপ্তাহে আমেরিকা থেকে বিশেষ বিমানে ভারতে ফেরানো হয়েছে রানাকে। তবে রানার সহযোগী ডেভিড হেডলি বা চোকসীর ভাগ্নে নীরব মোদী এখনও ভারতের নাগালের বাইরে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement