মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে: রাজীব কুমার

IMG-20250413-WA0241

ওয়াকফ সংশোধিত আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকে অগ্নিগর্ভ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা।পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে শনিবার রাতেই জেলায় চলে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার । তারপর থেকেই পরিস্থিতির ওপর নজর রাখছেন তিনি। রবিবার দিনভর জেলার নানা প্রান্ত ঘুরে দেখেন রাজ্য পুলিশের ডিজি। তারপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর দাবি,মুর্শিদাবাদের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়ে তাঁর অনুরোধ, ‘‘গুজবে কান দেবেন না।’’ ডিজির সঙ্গেই থাকা জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, আগের থেকে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। এলাকায় টহলদারি বজায় থাকবে।মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইনের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ রণক্ষেত্রের চেহারা নেয়। অগ্নিগর্ভ হয়ে বিভিন্ন এলাকা। বিশেষ করে সুতি, ধুলিয়ান, জঙ্গিপুর উত্তপ্ত হয়ে ওঠে। সরকারি সম্পত্তিতে ভাঙচুর, অগ্নিসংযোগ। পুলিশকে মার। পালটা লাটি চার্জ, কাঁদানে গ্যাসের সেল ফাটানো। পুলিশের গুলি। বিএসএফ নামানো সব মিলিয়ে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়। সেই আবহে শনিবার সাংবাদিক বৈঠক করে ডিজি বলেন,  “কোনও গুন্ডামি বরদাস্ত করা হবে না।” তারপরই সন্ধ্যা নাগাদ মুর্শিদাবাদে পৌঁছে যান তিনি। সেই থেকে সেখানেই মাটি আঁকড়ে পড়ে আছেন ডিজি। স্পর্শকাতর এলাকাগুলিতে নিজে পরিদর্শনে যান। দফায় দফায় পুলিশ ফোর্সের সঙ্গে বৈঠক করেন। নিজে সরেজমিনে সব কিছু খতিয়ে দেখে ররিবার বিকেলে জানিয়ে দেন, “বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।”শনিবার মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। সেই মতো মোতায়েন রয়েছে আধাসেনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিংসা ছড়ানোর অভিযোগে ধরপাকড় চলছে। এখন পর্যন্ত ১৮০-র বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু সামশেরগঞ্জ এলাকায় ধৃতের সংখ্যা ৬০ ছাড়িয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান চলেছে। বাহিনী মোতায়েনের পর রবিবার জেলায় পৌঁছে গিয়েছেন বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি করণি সিংহ শেখাওয়াত।তিনি বলেন, ‘‘যত দিন পুলিশ চাইবে, তত দিনই বিএসএফ মোতায়েন থাকবে ওই এলাকায়। জওয়ানদের আরও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।’’ পুলিশকেও সব রকম ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন বিএসএফের আইজি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement