চাকরিহারাদের অনশন প্রত্যাহার

IMG-20250413-WA0262

৪ দিনের মাথায় অনশন প্রত্যাহার করে নিলেন চাকরিহারারা। চাকরি ফেরানোর দাবিতে এসএসসি ভবনের সামনে অনশন শুরু করেছিলেন তিনজন চাকরিহারা। রবিবার সেই অনশন প্রত্যাহার করে নেন তাঁরা। এবার জেলায় জেলায় গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচিতে নামছে চাকরিহারারা বৃহস্পতিবার সকাল থেকে সল্টলেকের এসএসসি ভবনের সামনে শুরু হয়েছিল অনশন। অবশেষে রবিবার তা প্রত্যাহার করে নিলেন চাকরিহারারা। তাঁরা জানিয়েছেন, চরম অব্যবস্থার কারণেই এই সিদ্ধান্ত। অনশনরত চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস শনিবার অসুস্থ হয়ে পড়েন। রাত ১.৩০টা নাগাদ মাথা ঘুরে পড়ে যান তিনি। পুলিশের সাহায্য চাইলে কোনও সহযোগিতা মেলেনি বলে অভিযোগ। অসুস্থ চিকিৎসককে সতীর্থরা মিলে তাঁকে সল্টলেক সাব ডিভিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুমনকে অনশন তুলে নিতে বলেন। ডানদিকের কিডনিতে কিছু সমস্যা আছে সুমনের। তাঁকে ইউএসজি করতে বলা হয়। শেষমেশ রবিবার অনশন তুলে নেন অনশনকারীরা। তবে অনশন সাময়িক প্রত্যাহার করা হয়েছে, ফের শুরু হবে বলেও দাবি করেন তাঁরা। চাকরিহারাদের কথায়, ‘খোলা আকাশের নীচে বসে আছি। বৃষ্টি হচ্ছে। তৃণমূলের ছেলেরা ভয় দেখাচ্ছে। এই পরিস্থিতিতে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। তাই অনশন আপাতত তুলে নেওয়া হল। তবে শক্তি সঞ্চয় করে আমরা আবার ফিরব।’ এরপরই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তাঁরা বলেন, ‘বাস্তিল দূর্গেরও পতন হয়েছে, নবান্ন তো ছোট ব্যাপার।’ তাঁদের বক্তব্য, “মাননীয়া মুখ্যমন্ত্রী কতটা নির্মম ভাবুন। আমদের বক্তব্য একটাই, যোগ্যদের তালিকাটা দিয়ে দিন। মিরর ইমেজ প্রকাশ করে রিভিউ পিটিশন দিয়ে যোগ্যদের চাকরিটা বাঁচান। দুর্নীতি হয়েছে, তার জন্য আমাদের পরিবার ভেসে যাবে! আমাদের ঋণ আছে, অসুস্থ বাবা -মা আছেন, আমরা কোথায় যাব?” কসবায় চাকরিহারাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির পর, বৃহস্পতিবার সল্টলেকে আচার্য সদনের বাইরে ধর্নায় বসেন চাকরিহারারা। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে অনশন শুরু করেন তাঁদের এক প্রতিনিধি। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাঁরা সেখান থেকে নড়বেন না বলে জানিয়েছিলেন। কিন্তু শুক্রবার করুণাময়ী থেকে মিছিল করে এসএসসি ভবনের সামনে এসে পৌঁছন চাকরিহারাদের একাংশ। রাতভর সেখানেই অবস্থান করেন। কিন্তু ভোর হতেই পরিস্থিতি পাল্টে যায়। তবে আগামী ১৫ এপ্রিল নিজাম প্যালেস অভিযানের ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে, ধর্মতলার ওয়াই চ্যানেলে বিক্ষোভ অব্যাহত রয়েছে চাকরিহারাদের। রবিবার সকাল থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান শুরু করেছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের একাংশ। হাইকোর্টের অনুমতি নিয়ে গান্ধিমূর্তির পাদদেশে ইতিমধ্যেই অবস্থান করছে ২০১৬ সালের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের একাংশ। তাই পুলিশ তাঁদের অন্যত্র সরে যেতে বলে, এমনটাই দাবি চাকরিহারাদের। এরপরেই ওয়াই চ্যানেলে অবস্থান শুরু করেন চাকরিহারারা। চাকরিহারা এক শিক্ষক বলেন, ‘সিবিআইয়ের কাছে যোগ্যদের তালিকা আছে। সেই তালিকা আমাদের দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এই বিষয়ে আগামী ১৫ এপ্রিল গণস্বাক্ষর নিয়ে আমরা সিবিআই অফিসে স্মারকলিপি জমা দেব।’ তবে যোগ্য, অযোগ্য সবার তালিকা সিবিআই দেবে কি না বা আদৌ সিবিআইয়ের কাছে সেই তালিকা আছে কি না, তা স্পষ্ট নয়।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement