দুষ্কৃতী হানায় আহতদের দেখতে শংকর ঘোষ

IMG-20250413-WA0268

চরক পুজোর রীতি পালন করতে গিয়ে মহানন্দা নদীর তীরে দুষ্কৃতিদের হানায় আহত ২ দেখতে গেলেন বিধায়ক শংকর ঘোষ। গতকাল গভীর রাতের ঘটনা এটি। এদিন বিধায়ক সাংবাদিকদের জানালেন গতকাল রাতে ঘটে যাওয়া এই ঘটনায় গুরুতর অবস্থায় আহত দুজনকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই দুজন গতকাল রাতে মহানন্দা নদীর তীরে চড়ক পুজোর রীতি পালন করতে গিয়েছিলেন। সেখানেই তাদের উপরে চড়াও হয়ে পড়ে ওই দুষ্কৃতীরা। প্রথমে বোতল ছোড়ে, পরে এর প্রতিবাদ জানালে বেধরক মারধর করে ওই দুজনকে। দুজনই আহত অবস্থায় কোন রকমে টোটো ধরে শিলিগুড়ি জেলা হাসপাতালে এসে ভর্তি হয়। আজ সকালে আমি যখন তাদের দেখতে আসলাম তারা তখন আমাকে সবকিছু জানালো। এইভাবে অত্যাচার করলে একটি মানুষ বাঁচবে কিভাবে। আমাদের বাংলায় এখন শাসন বলতে কিছুই নেই, চলছে অপসাশন। আর যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সব বুঝে গেছে এবার সময়ের অপেক্ষা শুধু।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement