ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে নতুন অতিথি

IMG-20250412-WA0234

ঝড়খালি, দক্ষিণ ২৪ পরগনা: সোহানের শূন্যস্থান পূরণ করতে ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে এল নতুন অতিথি। শুক্রবার রাতে আলিপুর চিড়িয়াখানা থেকে একটি নতুন বাঘকে নিয়ে আসা হয়েছে ঝড়খালী ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে। মাস খানেক আগে এই পুনর্বাসন কেন্দ্রে বার্ধক্য জনিত কারণে মৃত্যু হয়েছিল সোহান নামের একটি বাঘের। সোহানের মৃত্যুর পর দুটি বাঘিনী ছিল ঝড়খালি অ্যানিম্যাল পার্ক বা ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে। নতুন করে আলিপুর চিড়িয়াখানা থেকে একটি বাঘকে এখানে নিয়ে আসা হল। সুন্দরবন ভ্রমণে এসে পর্যটকরা জঙ্গলে বাঘের দেখা না পেলেও এই ঝড়খালীতে এসে বাঘের দেখা পান। বনদপ্তর এর আধিকারিকদের কথায় এর পর থেকে ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে পর্যটকদের ভিড় বাড়বে এমনই আশা করছে তারা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement