সুপ্রিম কোর্টের রায়ে যোগ্য চাকরি বাতিল হল: অভিষেক

IMG-20250412-WA0194

চাকরিহারা হয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। এই বিষয়ে সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, ‘কিছু অযোগ্য লোকের জন্য আপনি ১৬-১৭ হাজার চাকরি কেড়ে নিতে পারেন না।’ শনিবার সোদপুরে এক বেসরকারি হাসপাতাল উদ্বোধনে তিনি জানান, শীর্ষ আদালতের এই রায়ে বিজেপির বৈষম্যমূলক মনোভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
এদিন অভিষেক বলেন, ‘এসএসসি-র শিক্ষক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের রায় সম্মান করছি। আমরা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি, বিচার ব্যবস্থা এখনও মাথানত করেনি। বিচার ব্যবস্থা নিরপেক্ষ। তবে আমি মনে করি, কোনও রায় অপছন্দ হলে তার সমালোচনা করার অধিকার প্রত্যেক ভারতীয় নাগরিকের আছে। এই রায়ের মাধ্যমে কোথাও যেন মনে হচ্ছে, বিজেপি বাংলার মানুষের প্রতি যে ধারাবাহিক বিমাতৃসুলভ আচরণ করছে, তার প্রতিফলন দেখা গিয়েছে।’
সাংসদের কথায়, “এই রায়ে ওরা (পড়ুন কেন্দ্রীয় সরকার) ৫৯ লক্ষ জব কার্ডধারীর মনরেগা প্রকল্পের অর্থ আটকে দিয়েছে। কিছু অসঙ্গতির কারণে ‘আবাস’ প্রকল্পের টাকাও ছাড়া হচ্ছে না। যারা প্রকৃতপক্ষে অনুপযুক্ত, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু কয়েকজনের জন্য হাজার হাজার প্রাপ্য চাকরি কেড়ে নেওয়া যায় না। ১৭ লক্ষ আবাস প্রকল্পের উপভোক্তাকে ১০০ জনের শাস্তি দিয়ে দোষী বানানো যায় না। এটা ন্যায়সঙ্গত নয়।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement