অশান্তি রুখতে কড়া পদক্ষেপের বার্তা রাজ্য পুলিশের ডিজির

IMG-20250412-WA0171

মুর্শিদাবাদে অশান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। আর তা নিয়ে রাজ্য–রাজনীতি সরগরম। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি তৈরী হয়েছে। পুলিশের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার দফায় দফায় অশান্ত হয়ে ওঠে জঙ্গিপুর এলাকা। পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি, পুলিশের গাড়িতে আগুন লাগানো থেকে শুরু করে বাইক ভাঙচুর হয়। গোটা বিষয়টি নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। কোনওরকম গুন্ডামি পুলিশ বরদাস্ত করবে না বলে শনিবার সাফ জানিয়ে দিলেন রাজ্য ডিজি রাজীব কুমার। কোনও রকম গুন্ডামি নয় মানে নয়। গুজবে কান দিয়ে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয় তাহলে পুলিশ তা বরদাস্ত করবে না বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন।
সাংবাদিক বৈঠক করে কড়া নির্দেশ দিয়ে জানালেন, “কেউ কোনও গুজবে কান দেবেন না। গুজব ছড়াবেন না। যারা গুন্ডামি করছে, বা ভবিষ্যতে করবে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। মানুষের জীবন রক্ষা করা পুলিশের দায়িত্ব। সেখানে কোনও রকম অশান্তি, হিংসা বরদাস্ত করা হবে না মানে হবে না।”
সাংবাদিক বৈঠকে ডিজির বক্তব্য, ‘‌কেউ কোনও গুজবে কান দেবেন না। গুজব ছড়াবেন না। যারা গুন্ডামি করছে এবং ভবিষ্যতে করবে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। মানুষের জীবন রক্ষা করা পুলিশের দায়িত্ব। সেখানে কোনওরকম গুন্ডামি, হিংসা বরদাস্ত করা হবে না মানে হবে না।’‌

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement