আইপিএলে এবার সঞ্জুর জরিমানা

IMG-20250410-WA0162

আইপিএলে একই ভুল বার বার করে যাচ্ছে রাজস্থান রয়্যালস। এই নিয়ে দ্বিতীয় বার জরিমানা দিতে হল দলকে। প্রথম তিনটি ম্যাচে অধিনায়ক ছিলেন রিয়ান পরাগ। তখন একটি ম্যাচে মন্থর বোলিংয়ের জন্য জরিমানা দিতে হয়েছিল তাঁকে। এবার একই কারণে জরিমানা সঞ্জু স্যামসনের। সেই সঙ্গে শাস্তি পেতে হল গোটা দলকেও। আইপিএলে মন্থর গতিতে বল করার অভ্যাস কিছুতেই বদলাচ্ছে না রাজস্থানের। চলতি মরসুমে দ্বিতীয় বার এই ভুল করেছে রাজস্থান। প্রথম বার রিয়ানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এবার সঞ্জুকে জরিমানা করা হয়েছে ২৪ লাখ টাকা। দলের বাকি ক্রিকেটারদের ম্যাচ ফি-র ২৫ শতাংশ বা ৬ লাখ টাকার মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার অহমদাবাদে গুজরাতের বিরুদ্ধে চলতি মরসুমে দ্বিতীয় বার নেতৃত্ব দিতে নেমেছিলেন সঞ্জু। ম্যাচটি ৫৮ রানে হেরেছেন তাঁরা। ম্যাচের পরে শাস্তিও এড়াতে পারলেন না। এক বিবৃতিতে আইপিএল জানিয়েছে, শৃঙ্খলাবিধির ২.২২ ধারা ভেঙেছেন সঞ্জু।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement