রাজপথে শিক্ষকদের অনশন, দেখা করলেন বিজেপি প্রতিনিধি দল

IMG-20250410-WA0220

যোগ্য-অযোগ্য কারা, তা নিয়ে সংশয় কাটছে না। চাকরিহারাদের তরফে দাবি করা হয়েছে, ২৬ হাজারের মধ্যে ১৮ হাজারই যোগ্য শিক্ষক। ক্রমশ আন্দোলনের আঁচ বাড়াচ্ছে চাকরিহারারা। পুলিসের মারের প্রতিবাদে রাজপথে নামার ডাক দিয়েছে তাঁরা। কারা যোগ্য কিংবা কারা অযোগ্য যতক্ষণ না তা করা হচ্ছে, ততক্ষণ অনশন, বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠকে তারা জানান, সবার হয়ে প্রথম অনশনে বসছেন পঙ্কজ রায় নামে এক চাকরিহারা শিক্ষক। এরপর চারজন অনশনে বসতে চলেছেন। এদিন চাকরিহারাদের পাশে দাঁড়াতে সকালে সল্টলেকে যান বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, ইন্দ্রানীল খাঁ, রুদ্রনীল ঘোষ সহ অন্যানরা। রূপার মতে, মুখ্যমন্ত্রী চাইলেই তা বের করে দিতে পারেন। শুধু ইচ্ছে থাকা দরকার।
এসএসসি ভবনের সামনে বসে তিনি সংবাদমাধ্যমে বলেছেন, ”মুখ্যমন্ত্রী চাইলেই সমস্যার সমাধান করতে পারেন, যোগ্যদের লিস্ট বের করতে পারেন। দু-একদিনের মধ্যে তিনি এটা করুন, আমি ব্যক্তিগতভাবে তাঁর ধন্য-ধন্য করব।”
এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল জানালেন, একটা সময়ে তিনি এই দপ্তরের দায়িত্বে ছিলেন। বর্তমান পরিস্থিতিতে চাকরিহারাদের পাশে দাঁড়ানো তাঁর কর্তব্যের মধ্যে পড়ে। পাশাপাশি বর্তমান এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করেন তিনি। একইসঙ্গে প্রশ্ন তোলেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ভূমিকা নিয়েও। এদিকে অভিজিৎবাবু জানালেন, এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। তিনি রাত জেগে চিঠি তৈরি করেছিলেন। কিন্তু শিক্ষকদের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে। তাতেই তাঁর সিদ্ধান্ত বদল। প্রাক্তন বিচারপতির কথায়, “আমরা বারবার বলছি যোগ্য-অযোগ্যদের লিস্ট বের করুন। ওনারা কী করবেন বুঝতে পারছি না। আমরা আমাদের মতো চেষ্টা করছি।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement