কারোর কথায় গ্যাস খাবেন না! চাকরি প্রার্থীদের মাধ্যমে বিরোধী হুশিয়ারি ফিরহাদের

IMG-20250410-WA0219

বুধবার রাজ্যজুড়ে ডিআই অফিস অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারারা। যা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি তৈরী হয়। কসবায় পুলিশের লাথি, লাঠি খেতে হয় প্রতিবাদকারীদের। এই নিয়ে রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বিবৃতি দিয়েছেন।
এদিন মেয়র বলেন, শিক্ষকদের কাজ হল পড়ানো, তাঁরা পড়াবেন… শুভেন্দু অধিকারী বিকাশরঞ্জন ভট্টাচার্যদের কথায় যেন চাকরিহারারা গ্যাস না খান! ইতিমধ্যেই পুরমন্ত্রীর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে চর্চা।
ফিরহাদ হাকিম বলেন, শুধু তাই নয়, চাকরিহারা শিক্ষকদের মুখ্যমন্ত্রী যখন স্কুলে যেতে বলেছেন, তখন তাঁরা ডিআই অফিস দখল করতে গেলেন কেন? এই প্রশ্নও তোলেন তিনি।
চাকরিহারা শিক্ষকদের পুলিশের লাথি মারার ঘটনা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে মেদিনীপুরে দাঁড়িয়ে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের এমনই বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “আমি পুরো ঘটনাটা দেখিনি, জানি না৷ এই বিষয়ে মন্তব্য করব না।” তবে ফিরহাদ হাকিম চাকরিহারা শিক্ষকদের পরামর্শ দেন, “আপনারা যদি গ্যাস খান তাহলে অরাজকতা সৃষ্টি হবে। ক্ষতিটা আপনাদেরই হবে। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন৷ উনি যখন আশ্বাস দিয়েছেন আপনাদের পাশে থাকার, তখন আপনারা স্কুলে যান, বাচ্চাদের পড়ান।’’ পাশাপাশি তিনি এও বলেন, “বিরোধী দলগুলি আপনাদের চাকরি যাওয়ার বিরোধিতা সুপ্রিম কোর্টে করেনি। তৃণমূল করেছে৷”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement