পুলিশ পেটানোর প্রতিবাদে চাকরিহারাদের মিছিলে সরব জুনিয়র চিকিৎসকরা

IMG-20250410-WA0208

শুক্রবার এসএসসি ভবন অভিযানের ডাক দিলেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা। বৃহস্পতিবার পুলিশি ‘নির্যাতনে’র বিরুদ্ধে শিয়ালদহ থেকে একটি মিছিলের ডাক দিয়েছিলেন চাকরিহারারা। এদিন দুপুরে শিয়ালদহ থেকে রানি রাসমণি পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছিল ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’। মঞ্চের তরফে আমজনতাকে মিছিলে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। আরজিকর আন্দোলনে একেবারে সামনের সারিতে থাকা জুনিয়র চিকিৎসকরা শামিল হলেন। তাঁরা সকলেই শামিল হলেন চাকরিহারা শিক্ষকদের কর্মসূচিতে। কলকাতার রাজপথে ফের গর্জে উঠলেন তাঁরা। রাজ্য সরকারের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তুলে পথে নামলেন নাগরিক সমাজ।
আরজিকর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়াকে দেখা যায় একেবারে মিছিলের পুরোভাগে। তাঁর মতো একাধিক চিকিৎসক এদিন মিছিলে শামিল হয়েছেন। প্রতিবাদে গর্জে উঠেছেন তাঁরা। ধর্মতলা পর্যন্ত যাচ্ছে এই মিছিল।
দেবাশিস, আসফাকুল্লারা বলেন, “পুলিশের কাজ আইন সামলানো। তার পরিবর্তে পুলিশ কী করছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। তাই ঘটনার প্রতিবাদে একজন নাগরিক হিসেবে এই মিছিলে যোগ দিয়েছি।”
এদিন মিছিলে শামিল হন নাগরিক সমাজ। এই মিছিলের সঙ্গে অনেকেই মিল পাচ্ছেন আরজি কর আন্দোলনের মিছিলের।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement