বাড়ির ছাদে কোনও ধরনের সেড লাগানো যাবে না ঃ পুরসভা

IMG-20250407-WA0298

শিলিগুড়ি: শিলিগুড়ির বিভিন্ন এলাকায় বাড়ির উপরে রাখা হচ্ছে অথবা লাগানো হচ্ছে বাড়িতে সেড। শিলিগুড়ি পুরসভা এই ব্যাপারে পদক্ষেপ নিল। আগামী কয়েকদিনের মধ্যে পুরসভা একটা নোটিশ জারি করবে যে বাড়ির উপরে কোন ধরনের সেড লাগানো যাবে না। যারা সেড লাগাতে চাইবে তাদের আগের থেকে পুরো সভার কাছ থেকে অনুমতি নিতে হবে। পুরসভার অনুমতি ব্যতীত আর কোনভাবেই এই শেড লাগানো যাবে না। পুরসভার তরফ থেকে জানানো হয়েছে বাড়ির নিচে এই সেড লাগাতে হলে পুরসভার নির্দিষ্ট কিছু নিয়ম আছে সেইগুলি পালন করতে হবে। তবে পাওয়া যাবে পুরসভার অনুমতি। শিলিগুড়িতে দেখা যাচ্ছে প্রতিটি আবাসনে উপরে শেড বা ছাদ লাগানো হচ্ছে। যেখানে পৌরসভার কোন অনুমতি নেই। জানা গেছে হয়তো এই মাসেই পুরসভার তরফ থেকে নোটিফিকেশন জারি করা হবে। যে বা যারা ছাদ লাগানোর পরিকল্পনা করছেন তাদেরকে অবশ্যই তার আগে পুরস ভার কাছ থেকে জারি হওয়ার পরে কাজ শুরু করতে হবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement