দাম বাড়ল রান্নার গ্যাসের। সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে দামবৃদ্ধির কথা ঘোষণা নরেন্দ্র মোদীর সরকার। সোমবার পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫০ টাকা বাড়ানো হয়েছে। ৮২৯ টাকা থেকে বেড়ে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ৮৭৯ টাকা। সিলিন্ডার পিছু ৫০ টাকা করে দাম বাড়ছে উজ্জ্বলা প্রকল্পেও। উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসের দাম বেড়ে হচ্ছে ৫৫০ টাকা। মধ্যরাত থেকেই রান্নার গ্যাসের বর্ধিত দাম কার্যকর হচ্ছে। এবার বর্ধিত দামেই কিনতে হবে সিলিন্ডার। এই আবহেই আবার মহার্ঘ হতে পারে পেট্রোল-ডিজেল। পেট্রোল-ডিজেলে ২ টাকা এক্সাইজ ডিউটি বাড়িয়েছে সরকার। ফলে আরও দামি হতে পারে পেট্রোল-ডিজেল। মার্কিন প্রশাসনের পারস্পরিক শুল্কের ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় যখন বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী রয়েছে, সেই আবহেই পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে। সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এখন থেকে পেট্রলের উপর অন্তঃশুল্ক বাড়িয়ে ১৩ টাকা করা হল। ডিজ়েলের ক্ষেত্রে ওই শুল্ক ১০ টাকা করা হয়েছে।অর্থ মন্ত্রকের রাজস্ব বিভাগের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে ১৯৪৪ সালের কেন্দ্রীয় অন্তঃশুল্ক আইনের ৫এ ধারা এবং ২০০২ সালের অর্থ আইনের ১৪৭ ধারার অধীনে এই বর্ধিত শুল্ক আরোপ করছে কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী ৮ এপ্রিল থেকে এই নয়া নির্দেশিকা কার্যকর হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পরেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তা হলে কি ফের বাড়তে চলেছে পেট্রল-ডিজ়েলের দাম? যদিও এর ফলে পেট্রল-ডিজ়েলের বিক্রয়মূল্য বাড়ছে কি না, সে বিষয়ে খোলসা করে কিছু জানায়নি কেন্দ্র। তবে বিজ্ঞপ্তিতে কিছু বলা না থাকলেও, সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অন্তঃশুল্ক বাড়লেও এখনই বিক্রয়মূল্য বদলাচ্ছে না। মূলত আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার সঙ্গে সাযুজ্য রক্ষা করতেই পেট্রল ও ডিজ়েলের উপর অতিরিক্ত অন্তঃশুল্ক বসাচ্ছে কেন্দ্র। তবে তেলের মূল্যবৃদ্ধি হলে মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে। দেশের ভোক্তাদের উপর প্রভাব ফেলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পরিবহণ ও পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে এই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি।দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে তেলের দামে কোনও পরিবর্তন হয়নি এবং ভবিষ্যতেও পেট্রোল ও ডিজেলের দাম কমার কোনও সম্ভাবনা নেই। রাজ্য পর্যায়ে দামের সামান্য পরিবর্তন দেখা যেতে পারে। আজ নয়াদিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটার ৯৪.৭২ টাকা। মুম্বাইতে পেট্রোলের দাম ₹ ১০৪.২১। কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৩.৯৪। একই সময়ে, চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০.৭৫ টাকা। এর পাশাপাশি রান্নার গ্যাস দাম সিলিন্ডার প্রতি ৫০ টাকা বাড়ানো হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ৫০ টাকা দাম বাড়ছে গৃহস্থালির রান্নার গ্যাসের।যাঁরা উজ্জ্বলা যোজনার উপভোক্তা এবং যাঁরা নন, সবার জন্যই একই অঙ্কের দাম বাড়ছে। উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের এতদিন ৫০০ টাকা করে এলপিজি কিনতে হতো, এ বার ৫৫০ টাকা দাম পড়বে।কলকাতায় সবাইকে ভর্তুকিহীন দরে বাজার থেকে সিলিন্ডার কিনতে হয়। কলকাতায় ১৪.২ কিলো (ভর্তুকিহীন) গৃহস্থালিতে ব্যবহারের এলপিজি সিলিন্ডারের দাম ৮২৯ টাকা, যাঁরা উজ্জলা যোজনার গ্রাহক তাঁরা সিলিন্ডার নেওয়ার পরে অ্যাকাউন্টে প্রতি সিলিন্ডারে ৩০০ টাকা করে ভর্তুকি পান। ফলে তাঁদের ক্ষেত্রে সিলিন্ডারের দাম পড়ে ৫২৯ টাকা। আর উজ্জলা যোজনা বাইরে, যে সমস্ত গ্রাহক রান্নার গ্যাসে ভর্তুকি নেন, তাঁদের ক্ষেত্রে ভর্তুকি হিসাবে অ্যাকাউন্টে জমা পড়ে ১৯ টাকার মতো। ট্রাম্প ট্যারিফের ধাক্কায় ভারতের শেয়ার বাজার যখন মুখ থুবড়ে পড়েছে, ঠিক সেই দিনই ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। মূল্যবৃদ্ধি জেরে নাজেহাল সাধারণ মানুষের মাথার উপর বোঝা আরও ভারী হলো। ১৪.২-কেজি গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের হার অগাস্ট ২০২৪ থেকে এখনও পর্যন্ত অপরিবর্তিত ছিল। নতুন আর্থিক বছরে জনগণকে স্বস্তি দিতে ১ এপ্রিল তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে। একটি ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৪১ টাকা কমানো হয়েছে। দিল্লিত, সংশোধিত খুচরো বিক্রয় মূল্য এখন সিলিন্ডার প্রতি ১৭৬২ টাকা দাঁড়িয়েছে।