নিষেধাজ্ঞা উড়িয়ে যাদবপুরে হল রামনবমী। নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল। এই প্রথমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে হল রামনবমী উদযাপন। গেরুয়া ধ্বজায় যেন মুখ ঢাকল ‘লাল গড়’। ‘আজাদ কাশ্মীর’ দেওয়াল লিখনের পাশেই হল রামপুজো। বহু বাধা আসলেও সফল বলেই দাবি রামনবমী আয়োজকদের একাংশের।রবিবার সকাল থেকে ক্যাম্পাসে ভিড় জমান একদল পড়ুয়া। ‘সবুজ’ রঙের রামমূর্তি ক্যাম্পাসের ভিতরে নিয়ে আসেন তাঁরা। ‘আজাদ কাশ্মীর’ দেওয়াল লিখনের উপর জাতীয় পতাকা দিয়ে প্রতিবাদ করেন রামনবমীর আয়োজকরা। সেখানেই পুজোও করেন তাঁরা। রামনবমী উদযাপনে অংশ নেওয়া সৌরন বসুর দাবি, “এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা। এটা তো দেশের বাইরে নয়। তাই এখানে পুজো করা যাবে না। হিন্দুদের কোনও অনুষ্ঠান হবে না, তা হতে পারে না।” আরেক পড়ুয়া সোমসূর্য বন্দ্যোপাধ্যায় বলেন, “বহু বাধা এলেও আমরা সফল। দেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ইফতার হলে, সকলের সমান অধিকার বা সুযোগ থাকা প্রয়োজন।”