মালদহ: বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগ এবং যুব ও ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনা ও মালদা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ৬ এপ্রিল মালদা জেলায় উদ্বোধন হতে চলেছে নবম নেতাজী সুভাষ স্টেট গেমস।৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত মালদা জেলার বিভিন্ন ময়দানে অনুষ্ঠিত হবে ফুটবল, হকি, তাইকোন্ডো, জ্যাব্লিন, দৌড় সহ মোট ২৯ টি ইভেন্টের প্রতিযোগিতা। শনিবার দুপুরে মালদা জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় বেঙ্গল অলিম্পিকঅ্যাসোসিয়েশ নের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস, মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবব্রত সাহা, উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস সহ অন্যান্য ক্রীড়া প্রেমীরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগতখেলোয়াড় দের থাকা, খাওয়া সহ বিভিন্ন সুবিধা প্রদান করা হবে আয়োজকদের পক্ষ থেকে। পাশাপাশি স্বাস্থ্য, অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং নিরাপত্তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন থাকবে খেলার মাঠে। সমস্ত দিক খতিয়ে দেখতে শনিবার মালদায় পৌঁছান বেঙ্গল অলিম্পিক এসোসিয়েশনের চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস।