নয়া দিল্লি: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডের ব্যাঙ্ককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভুটানের প্রধানমন্ত্রী মাননীয় শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেন।এক্স পোস্টে তিনি লিখেছেন: “আমার সহৃদয় বন্ধু প্রধানমন্ত্রী তোবগের সঙ্গে খুব ভালো কথাবার্তা হয়েছে। ভুটানের সঙ্গে ভারতের বন্ধুত্ব অত্যন্ত শক্তিশালী। বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যাপকভাবে পরস্পরকে সহযোগিতা করছি।