ওয়াকফ বিল মুসলিম উন্নয়নের জন্য: অমিত শাহ

IMG-20250402-WA0283

বিরোধীদের হট্টগোলের মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুঝিয়ে দিলেন ওয়াকফ বিল আসলে মুসলিমদের ভালোর জন্য। অমিত শাহ বলেন, মুসলিমদের দান করা সেই জমি যাতে সঠিক কাজে ব্যবহার হয়, জমির টাকা যাতে গরিব মুসলিমদের কাজে লাগে, তার জন্যই এই বিল আনা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেন, ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য মানুষের মনে ভয় ছড়ানোর চেষ্টা করছে বিরোধীরা। কেউ সরকারি বা অন্য কারও সম্পত্তি দান করতে পারে না। এমনটাই বলা আছে ওয়াকফ আইনে। যদি কেউ সেই সম্পত্তির মালিক হন, তবেই তা তিনি দান করতে পারেন।
কংগ্রেস সহ বিরোধীদের একহাত নিয়ে শাহ বলেন, আপনারা আপনাদের নিজস্ব ধ্যানবিশ্বাসের মর্যাদা রাখতে দেশকে ভেঙে টুকরো করে দেবেন।
শাহের বক্তব্য, “ওয়াকফের টাকা, যা দিয়ে সংখ্যালঘুদের উন্নয়ন করা দরকার, সেই টাকা যারা চুরি করছে, তাদের ধরার কাজ করবে ওয়াকফ পরিষদ।”
একইসঙ্গে মনমোহন সিং সরকারের আমলে যে ওয়াকফ সংশোধনী বিল আনা হয়েছিল, সেই কথা উল্লেখ করে অমিত শাহ বলেন, “২০১৩-তে যে সংশোধনী হয়েছিল, সেটা যদি না করা হত, তাহলে এই বিল আনতে হত না। সব ঠিকই চলছিল। ২০১৪-তে ভোট ছিল। তার আগে রাতারাতি তোষণের জন্য ওয়াকফ আইন চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement