বুধবার সংসদে লোকসভায় ওয়াকপ সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। এই আইনের সপক্ষে তিনি বলেন যে এই বিলে মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়া হবে না। এই আইন ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণের জন্য। ওয়াকফ বোর্ডকে ধর্মনিরপেক্ষ করার প্রচেষ্টায় এই বিল।
সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন যে বর্তমান সরকারের ব্যর্থতা লুকানোর জন্য ওয়াকফ সংশোধনী বিল আনা হয়েছে।
অখিলেশ যাদব দাবি করেন, বিজেপি সরকারের নতুন রণনীতি ওয়াকফ বিল। ভাগাভাগির জন্য এই বিল এনেছে বিজেপি। মুসলমান সম্প্রদায়কে পৃথক করে ফেলার চেষ্টা। আমরা বিলের বিপক্ষে ভোট দেব।’’ অখিলেশের আরও মন্তব্য,‘‘যখন দেশের বেশিরভাগ রাজনৈতিক দল ওয়াকফ বিলের বিরুদ্ধে, তখন সরকার কেন একে এগিয়ে নিয়ে যাচ্ছে? বিরোধিতা সত্ত্বেও কেন পাশ করানোর জন্য জোর দিচ্ছে?’’
দেশের অধিকাংশ পার্টিই ওয়াকফ বিলের বিরোধিতা করছে, সেখানে সরকার কেন এত জোর করছে বিল পাশ করতে? এর পিছনে কী উদ্দেশ্য আছে?”