প্রাণের ঝুঁকি নিয়ে বাধ্য হয়েই সেতু পারাপার

IMG-20250401-WA0376

হাওড়া: গ্ৰামীণ হাওড়া জেলার শ্যামপুর ২ নং ব্লকের একটি ভগ্ন প্রায় কাঠের সেতু দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করতে বাধ্য হচ্ছে কয়েক হাজার মানুষ।শ্যামপুর ২ নং ব্লকের ডিহি মন্ডল ঘাট ২ নং গ্ৰাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত রূপনারায়ণ নদের সঙ্গে সংযোগকারী ল্যাহেরি খালের উপর রয়েছে একটি কাঠের সেতু। এই সেতুর একদিকে অনন্তপুর গ্ৰাম, অপর দিকে আন্টিলা গ্ৰাম অবস্থিত। এই দু ‘ টি গ্ৰামকে এই কাঠের সেতু সংযোগ রক্ষা করে চলেছে। অনন্তপুর,আন্টিলা, ঝুমঝুমি গ্ৰাম সহ বেশ কয়েকটি গ্ৰামের কয়েক হাজার মানুষ প্রতিদিন দুর্ঘটনা ও প্রাণের ঝুঁকি নিয়ে ভাগ্ন প্রায় এই কাঠের সেতু পারাপার করতে বাধ্য হচ্ছে।দুর্ঘটনা ও প্রাণের ঝুঁকি নিয়ে স্কুল, মহাবিদ্যালয়ের ছাত্র -ছাত্রীরা এই ভগ্ন প্রায় কাঠের সেতু দিয়ে পারাপার করতে বাধ্য হচ্ছে। কাঠের সেতুর পাটাতন ভেঙে গেছে।যে কারণে বাইক, সাইকেল,ট্রলি ভ্যান নিয়ে ঘুরে পথে যাতায়াত করতে বাধ্য হচ্ছে নিত্য যাত্রীরা। বিশেষ করে সমস্যার সম্মুখীন হচ্ছেন রোগী সহ রোগীর আত্নীয় স্বজনরা।অন্যত্র চিকিৎসার জন্য যেতে গেলে এই ভগ্ন প্রায় কাঠের সেতু দিয়ে রোগী নিয়ে যাওয়া যায় না।ঘুর পথে রোগীকে নিয়ে যেতে হচ্ছে।যেটা অত্যন্ত সময় ও ব্যায় বহুল। প্রাণের ঝুঁকি নিয়ে হেঁটে পারাপার করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষজন। কাঠের সেতুর বর্তমান এমন অবস্থা যে কোনো দিন বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কাঠের সেতুর এই অবস্থায় কয়েক হাজার মানুষ প্রাণ বাঁচানোর ও যাতায়াতের সমস্যায় পড়েছেন। এই ভগ্ন প্রায় কাঠের সেতু দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াতের বাধ্য হওয়া স্কুল ও মহাবিদ্যালয়ের ছাত্র -ছাত্রীরা বলেন, “এই সেতু দিয়ে না যেতে পারলে অনেকটা পথ ঘুরে যেতে হলে অনেকটা সময় লেগে যায়। ফলে স্কুল, মহাবিদ্যালয়ে যেতে অনেকটা দেরী হয়ে যায়। ঠিক সময়ে স্কুল, মহাবিদ্যালয়ে পৌঁছানোর সমস্যা হয়।যে কারণেই দুর্ঘটনার কথা মাথায় রেখে, প্রাণের ঝুঁকি নিয়ে এই ভগ্ন প্রায় কাঠের সেতু দিয়ে পারাপার করতে বাধ্য হচ্ছি। কয়েক মাস আগে এই সেতুর কাঠের পাটাতন ভেঙে পড়েছিল। সেই সময় ডিহি মন্ডল ঘাট ২ নং গ্ৰাম পঞ্চায়েতের পক্ষ থেকে সাময়িক ভাবে সেতুটি সংস্কার করে যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছিল।এবারে সেতুটি বিপজ্জনক ভাবে ভেঙে পড়েছে। এই বিষয়ে ডিহি মন্ডল ঘাট ২ নং গ্ৰাম পঞ্চায়েতের প্রধান দিপান্বিতা মাজী বলেন, “কাঠের সেতুটি পুনরায় ভেঙে পড়েছে এই বিষয়টি আমাদের নজরে আছে। জনগণের সুবিধার্থে খুব শীঘ্রই সেতুটি গ্ৰাম পঞ্চায়েতের পক্ষ থেকে সংস্কার করা হবে। কাঠের সেতুর বদলে কংক্রিটের সেতু নির্মাণের জন্য গ্ৰামবাসীরা আবেদন করেছেন।গ্ৰামবাসীদের আবেদনের বিষয়টি আমরা ঊর্দ্ধতন কতৃপক্ষের নজরে এনেছি। এখন সময়ের অপেক্ষা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement