মঙ্গলবার টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটিং বিভাগকে একপ্রকার দুমড়ে দিয়ে অনায়াসে ম্যাচ জিতে নিল পাঞ্জাব। লখনউয়ের বিরুদ্ধে শুধু ৮ উইকেটে জয়ই নয়, টুর্নামেন্টের দুই ম্যাচের দুটিতেই রীতিমতো দাপট দেখালো শ্রেয়স ব্রিগেড। টস জিততেই বড় স্বস্তি ছিল শ্রেয়সের। কোনওরকম সময় নষ্ট না করেই রান তাড়ার সিদ্ধান্ত নেন। ক্যাপ্টেনের সিদ্ধান্তে দুর্দান্ত সহযোগিতা করেন পঞ্জাবের বোলাররা। লখনউ শেষ দিকে কিছুটা ঘুরে দাঁড়ায়। ১৭২ রানের টার্গেট দেয় পঞ্জাব কিংসকে।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা বিশ্রী করে লখনউ। মিচেল মার্শ, এইডেন মার্করাম এবং ঋষভ পন্থ, ব্যাটিং বিভাগের তিন স্তম্ভকে তারা হারায় মাত্র ৩৯ রানে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেন নিকোলাস পুরান এবং আয়ুশ বাদোনি। শেষদিকে আবদুল সামাদ ১২ বলে ২৭ রানের ইনিংস খেলে লখনউকে ১৭১ রানের সম্মানজনক জায়গায় পৌঁছে দেন।
ঘরের মাঠের সমর্থকদের সামনে প্রত্যাশার চাপ। পরিবেশও অচেনা। টস হার। অনভিজ্ঞ বোলিং লাইন আপ। ব্যাট হাতেও ব্যর্থ ক্যাপ্টেন ঋষভ পন্থ। পঞ্জাবের প্রথম উইকেটের জুটিতে ২৬ রান ওঠে। প্রথম উইকেটের পতনের পর ইনিংসের হাল ধরেন প্রভসিমরণ সিং এবং অধিনায়ক শ্রেয়স নিজে। শেষপর্যন্ত মাত্র ১৬ ওভার দু’বলে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব।