কবিগুরুর চিন ভ্রমণের শতবর্ষে শান্তিনিকেতনে উদযাপন

IMG-20250401-WA0371

ভারত-চিন কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি নিয়ে বিশেষ আলোচনা ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ ঠাকুরের চিন যাত্রার শতবর্ষ উপলক্ষে দু’দিনের বিশেষ আলোচনাসভার আয়োজন করা হল। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ ছাড়াও কলকাতায় চিনের কনসাল জেনারেল জুওয়েই। চিনের ১১জন গবেষক, শিক্ষক ও ছাত্র অংশ নিচ্ছেন। দু’দিন ধরে তাঁরা চিন ও রবীন্দ্রনাথ বিষয়ে গবেষণাপত্র পাঠ করবেন।
লিপিকা প্রেক্ষাগৃহে এই আলোচনাসভার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ, কলকাতায় চিনের কনসাল জেলারেল জুওয়েই, ভাষাভবনের অধ্যক্ষ মৃণালকান্তি মণ্ডল, চিনা ভাষা বিশেষজ্ঞ অধ্যাপক মনোরঞ্জন মাহান্তি প্রমুখ।
বিশ্বভারতী ফের চিনের সঙ্গে শিক্ষা-সংস্কৃতি আদান-প্রদানের মউ স্বাক্ষর করতে চলেছে বলে জানালেন চিনা ভবনের বিভাগীয় প্রধান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
ভারত-চিন সম্পর্কের ৭৫ বছর পূর্তিতে সোমবার কলকাতায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল শহরের চিনা কনস্যুলেট। শহরের একটি বেসরকারি স্কুলের ছেলেমেয়েরা অনুষ্ঠানে ‘তুমি কেমন করে গান কর হে গুণী’ রবীন্দ্র সঙ্গীতটি চিনা ভাষায় গেয়ে শোনায়। আমন্ত্রণ জানানো হয়েছিল কলকাতার বিশিষ্টজনদের।
চিনা ভবনের বিভাগীয় প্রধান অধ্যাপক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের চিন যাত্রার শতবর্ষ উপলক্ষে আমরা একাধিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী করেছি৷ এটি সমাপ্তি অনুষ্ঠান। ২০২৫-এ ভারত-চিন কূটনীতিক সম্পর্কের ১৫বছর, সেটাও এই অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ। রবীন্দ্রনাথের চিন যাত্রার পর দুই দেশের সম্পর্ক আরও নিবিড় হয়েছে৷ শিক্ষা-সংস্কৃতির বিনিময় অনেক বেড়েছে৷ ফলে সবমিলিয়ে এই আলোচনাসভা অনেক গুরুত্বপূর্ণ। আমরা ফের চিনের সঙ্গে মউ স্বাক্ষর করব৷ তবে কী কী বিষয়ে সেটা এখনও ঠিক হয়নি ৷ হলে জানাব।”
কনসাল জেনারেল বলেন, চিন বিশ্বে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে এবং ১৪০টিরও বেশি দেশ এবং অঞ্চলের প্রধান বাণিজ্যিক অংশীদার। নাগরিকদের গড় আয়ুষ্কাল ৩৫ বছর থেকে বেড়ে ৭৮.৬ বছর হয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement