বিরিয়ানিতে পোকা! শিলিগুড়িতে ক্রেতার অভিযোগে বন্ধ দোকান

IMG-20250401-WA0276

বিরিয়ানির ভিতরে কিলবিল করছে পোকা৷ এমন গুরুতর অভিযোগ ওঠায় শিলিগুড়ির একটি বিরিয়ানির দোকান বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা দফতর৷
জানা গিয়েছে, রবিবার শিলিগুড়ি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের লেক়টাউন এলাকায় অভিজিৎ সেনগুপ্ত নামে এক ব্যক্তি কয়েক প্যাকেট বিরিয়ানি কেনেন। অভিযোগ, বিরিয়ানির মাংসের ভিতরে পোকা পাওয়া যায়। এরপর দোকানদারকে বিষয়টি জানান অভিজিৎবাবু৷ কিন্তু সেই অভিযোগ মানতে চাননি ওই দোকানদার৷ এই নিয়ে দুজনের মধ্যে বচসা হয়। খবর পেয়ে এনজেপি থানার পুলিশ গিয়ে দোকানের পাঁচ জনকে আটকও করে৷ কিন্তু কোনও লিখিত অভিযোগ দায়ের না হওয়ায় পাঁচজনকেই ছেডে় দেয় পুলিশ৷


কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা শাখার জলপাইগুড়ি বিভাগের কর্মীরা দোকানে গিয়ে মাংসের নমুনা সংগ্রহ করেন। আপাতত ওই দোকানটি বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement