প্রতি বারের মতো এ বছরেও রেড রোডে ইদের নমাজে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন, তা জানাই ছিল। সোমবার সকালে রেড রোডে নমাজ পাঠের অনুষ্ঠান থেকে বাংলার সম্প্রীতি রক্ষার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নাম না করে বিজেপিকে ‘দাঙ্গাকারী দল’ বলেও আক্রমণ শানান রাজ্যের প্রশাসনিক প্রধান।
এরপর রিজওয়ানুর রহমানের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। লাল মসজিদ থেকে হেঁটে সাদা মসজিদ পর্যন্ত গিয়ে রিজওয়ানুরের পার্ক সার্কাসের বাড়িতে যান তাঁরা। সেখানে তাঁর স্মৃতিতে তৈরি বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান।
ঈদের সকালে রেড রোডের মঞ্চ থেকে রাজ্যের দুই বিরোধী দলের বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো।
তাঁর কথায়, ‘রাম-বাম আমাকে প্রশ্ন করে, আমি হিন্দু কিনা? আমি উত্তর দিয়েছি, আমি হিন্দু, মুসলিম, শিখ ও দিনশেষে ভারতীয়। এরা কী চায়? শুধু বিভাজনের রাজনীতি করে। আমি নিজের জীবন দেশের জন্য ত্যাগ করেছি।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ওদের কথায় কান দেবেন না। ওদের কথা উত্তর সময় এলে দেবেন। কিন্তু এখন ওদের কোনও ভাবে ছোঁবেন পর্যন্ত না।’

তাঁর কথায়, “একটা বিশেষ দল বাংলায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে। ওদের একটাই আওয়াজ দাঙ্গা করো, কিন্তু এখানে আমরা হিন্দু-মুসলিম সবাই ভাই ভাই। এখানে বিভাজনের রাজনীতি বরদাস্ত করব না।”