দীঘায় নবনির্মিত জগন্নাথ ধামে, সাংবাদিক সম্মেলন করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাষ্ট। রাজ্য সম্পাদক তপন মিশ্র বলেন আগামী ১লা এপ্রিল জগন্নাথ ধাম দীঘায় কয়েক হাজার ব্রাহ্মণ সনাতনী দের নিয়ে এক বিশাল পদযাত্রা শুরু হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ৩০ শে এপ্রিল কৃতজ্ঞতা স্বীকার ও সম্বর্ধনা প্রদান করবেন, জানিয়েছেন। মনিটরিং কমিটির চেয়ারম্যান নির্মল শর্মা, বলেন আয়তনে, সৌন্দর্যের ক্ষেত্রে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় যে, বিশাল জগন্নাথ মন্দির করছেন, তা এই রাজ্যে র ঐতিহ্য ও সংস্কৃতি হয়ে থাকবে- সাধারণ মানুষের কাছে।” মুখ্য উপদেষ্টা বৈদিক পন্ডিত ইন্দ্রনীল মুখার্জী বলেন, “আজ সমাজের সংস্কৃতি বিনোদন অনেক নিম্নমানের হয়ে উঠেছে। কিন্তু সৈকত সুন্দরী দীঘা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে, অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে। শ্রী ধাম জগন্নাথ মন্দির শুধু রাজ্যের নয়, শুধু রাষ্ট্রের নয় এক, আন্তর্জাতিক সম্মান বৃদ্ধি করবে নিশ্চয়ই।” পদ্মনাভ চক্রবর্তী,সংগঠক অশোক পন্ডা, ও বিরোচন নন্দ সংগঠনের শ্রী বৃদ্ধি কামনা করে, ধর্মীয় বার্তা প্রদান করেন। এ দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা উপদেষ্টা অজিত সামন্ত, ছিলেন, বিষ্ণুপদ মন্ডল, পার্থ চক্রবর্তী, ইন্জিনিয়ার শর্মা ও রাজ্য জেলা কমিটির সদস্য গন।