ধোনির আউটের পর ফ্যানগার্লের প্রতিক্রিয়া ভাইরাল

IMG-20250331-WA0274

চেন্নাই: বেঙ্গালুরু ম্যাচে নয়ে নেমেছিলেন এমএস ধোনি। সেই নিয়ে সমালোচনার ঝড় ওঠে। রাজস্থানের বিরুদ্ধে দু’ধাপ এগিয়ে সাত নম্বরে নামেন চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক। কিন্তু এদিন খুব বেশি সুবিধা করতে পারেননি। সন্দীপ শর্মার বলে শিমরন হেটমেয়ারের হাতে ধরা পড়ার আগে একটি ছয় এবং চার মারেন। রয়্যালসদের ঘরের মাঠ হওয়া সত্ত্বেও, ধোনি আউট হতেই স্তব্ধ হয়ে যায় গুয়াহাটির বর্শাপাড়া স্টেডিয়াম। থালার ব্যাট থেকে আরও একটি সফল ক্যামিও দেখার অপেক্ষায় ছিলেন ফ্যানরা। কিন্তু ডিপ মিড উইকেটে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নেন ক্যারিবিয়ান তারকা। ১০ বলে ১৬ রান করে আউট হন ধোনি। ম্যাচের তাৎপর্য এবং পরিস্থিতি অনুযায়ী, ধোনির ক্রিজে থাকা গুরুত্বপূর্ণ ছিল। কারণ শেষ ওভারে চেন্নাইয়ের ২০ রান প্রয়োজন ছিল। উইকেটে ছিলেন ধোনি এবং জাদেজা। এই জুটি শেষপর্যন্ত থাকলে, ম্যাচ জিতেই মাঠ ছাড়ত সিএসকে। শেষপর্যন্ত মাত্র ৬ রানে হারে চেন্নাই। ধোনি আউট হওয়ার পর একজন মহিলা ফ্যানের ভিডিও ভাইরাল হয়ে যায়। হেটমেয়ার তাঁর ক্যাচ নেওয়া মাত্র সংশ্লিষ্ট ফ্যান অবাক এবং আশ্চর্য হয়ে যায়। ডান হাত তুলে, মুষ্টিবদ্ধ করার মতো অঙ্গভঙ্গি করেন। সঙ্গে মুখে কিছু বিড়বিড় করেন। দেখে বোঝাই যায়, প্রচণ্ড চটে গিয়েছেন। সেই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। সেটা নিয়ে অসংখ্য মিম বানানো হচ্ছে। একজন লেখেন, ‘যদি হেটমেয়ারকে সামনে পেত, কী করত।’ প্রসঙ্গত, হারের ফলে পরপর দুই ম্যাচে জয় অধরা সিএসকের। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতেছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। ধোনির ব্যাটিং পজিশন নিয়েও প্রশ্ন উঠছে। রাজস্থান ম্যাচের পর চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং জানান, ধোনির হাঁটুর অবস্থা তিন-চার বছর আগের মতো নেই। তাই আগের মতো ১০-১২ ওভার ব্যাট করতে পারবেন না।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement