রেকর্ডে গেইলের পর গিল

IMG-20250330-WA0336

গুজরাত: আইপিএলের ইতিহাসে একক মাঠে হাজার রানের কীর্তি গড়েছেন শুভমান গিল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শনিবার ২৭ বলে ৩৮ রান করার পথে এই কীর্তি গড়েন গুজরাট টাইটান্স অধিনায়ক। একক কোনো মাঠে হাজার রানের কীর্তি গড়া তিনি ১৬ তম ক্রিকেটার। এজন্য তার লেগেছে ২০ ইনিংস। আইপিএলে কোনো মাঠে দ্বিতীয় দ্রুততম হাজার রানের রেকর্ড এটি। তার ওপরে আছেন ক্রিস গেইল। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ১৯ ইনিংসে হাজার ছুঁয়ে রেকর্ডটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন ব্যাটসম্যান গেইলের। এই মাঠে ৪৪ ইনিংসে ক্যারিবিয়ান মহাতারকার রান এক হাজার ৫৬১। গড় ৪১.০৭ ও স্ট্রাইক রেট ১৫৯.৯৩। এখানে তার ফিফটি আছে ৮টি, সেঞ্চুরি ৩টি। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০ ইনিংসে গিলের রান এখন এক হাজার ২৪। গড় ৬০.২৩ ও স্ট্রাইক রেট ১৬০.২৫। আইপিএলে তার চার সেঞ্চুরির তিনটিই এই মাঠে। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে একাধিক মাঠে হাজার রান আছে শুধু ডেভিড ওয়ার্নারের। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৩২ ইনিংসে তিন সেঞ্চুরিতে তার রান এক হাজার ৬২৩। দিল্লির আরুন জেটলি স্টেডিয়ামে ৩৬ ইনিংসে একটি সেঞ্চুরিতে তিনি করেছেন এক হাজার ৪৮ রান। কোনো এক মাঠে সবচেয়ে বেশি রানের রেকর্ড কোহলির। চিন্নাস্বামী স্টেডিয়ামে ৮৬ ইনিংসে করেছেন ৩ হাজার ৪০ রান। গড় ৪০.৫৩ ও স্ট্রাইক রেট ১৪২.৫৮। সেঞ্চুরি আছে চারটি, ফিফটি ২২টি। এক মাঠে দুই হাজারের বেশি রান আছে আর কেবল রোহিত শার্মার। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৭৯ ইনিংসে একটি সেঞ্চুরিতে তার রান ২ হাজার ২৯৫।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement