ভ্যাট পরিষ্কারের দাবিতে ফের অবরোধ হাওড়ায়

IMG-20250330-WA0310

ভ্যাট থেকে উপচে পড়ছে আবর্জনা। হাওড়া শহরে এই দৃশ্য এখনও বদলায়নি বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জঞ্জালের এই যন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্তি দেওয়ার জন্য একাধিক সদর্থক পদক্ষেপ করা হয়েছে পুরসভার পক্ষ থেকে। কিন্তু তার পরেও জঞ্জাল নিয়ে ভোগান্তি পুরোপুরি মেটেনি বলে দাবি স্থানীয়দের। রবিবার সকালেই হাওড়ার শরৎ চ্যাটার্জি রোড অবরোধ করেন স্থানীয়রাই। রবিবার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত শরৎ চ্যাটার্জি রোড অবরোধ করেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, সেখানে ভ্যাট উপচে রাস্তায় জমে রয়েছে আবর্জনার স্তূপ। বেলগাছিয়া ভাগাড় অঞ্চলে বিপর্যয়ের পর গত কয়েকদিন ধরেই এই সমস্যা তৈরি হয়েছে হাওড়ার বিভিন্ন জায়গায়। আবর্জনা ছড়িয়ে পড়ছে গোটা রাস্তায়। এমনকী, সেখান দিয়ে চলাফেরা করাও দায় বলে দাবি এলাকাবাসীর। সেই সঙ্গে দুর্গন্ধে ওষ্ঠাগত প্রাণ। এদিন শরৎ চ্যাটার্জি রোড অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের দাবি, নিয়মিত পরিষ্কার যদি না করা হয় সেক্ষেত্রে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। অবরোধ চলাকালীন সেখানে পৌঁছয় পুরসভার জঞ্জাল পরিস্কার করা গাড়ি। এই প্রসঙ্গে হাওড়া পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান, আবর্জনা পরিষ্কার করার জন্য ওই এলাকায় একাধিক গাড়ি মোতায়েন করা হয়েছে। রবিবার আরও গাড়ি নামানো হবে। ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, গত ২২ মার্চ বেলগাছিয়া ভাগাড়ে ধস নেমে বিপর্যয় ঘটেছিল। এর পর থেকেই হাওড়ায় বিভিন্ন ভ্যাটে জঞ্জাল জমার অভিযোগ উঠেছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement