৫১-এ পা অভিনেত্রী তাব্বু্র

IMG-20250329-WA0285

মুম্বাই: ৫১ এর কোঠায় এবার অভিনেত্রী তাব্বু্। প্রখ্যাত সুন্দরী তারকা বলিউডে দুর্দান্ত কেরিয়ার গড়লেও পাত্রী হয়ে উঠতে পারেননি এখনও। কার জন্য আজও অবিবাহিতা তাব্বু? শিশুশিল্পী হিসেবে ‘হাম নওজওয়ান’ সিনেমার মাধ্যমে তার কেরিয়ার শুরু হলেও অজয় দেবগনের সঙ্গে অভিনয় করে বড় হয়েছেন। এরপরেই বলিউডে কেরিয়ার শুরুতে নায়ক হিসেবে তার বিপরীতে ছিলেন খোদ অজয়।যে ছবিটি ছিল বিজয়পথ। পাকাপাকি ভাবে বলি পাড়ায় কেরিয়ার গড়ে ফেললেও বিয়ের সানাই বেজে ওঠেনি অভিনেত্রীর জীবনে আর তার কারণ হল অজয় দেবগন। নানা সাক্ষাৎকারে অভিনেত্রীর বিয়ে নিয়ে কথা উঠলে বরাবরই অজয়কে দোষী সাব্যস্ত করেন তাব্বু। অজয় দেবগণ ও তাব্বু প্রথমবার একসঙ্গে অভিনয় করেন ‘বিজয়পথ’ (১৯৯৪) ছবিতে, যা তাব্বুর কেরিয়ারের প্রথম বড় হিট। প্রধান অভিনেত্রী হিসেবে তার প্রথম ছবি ছিল ‘পহেলা পহেলা প্যায়ার’ (১৯৯৪)। এরপর ‘হকিকত’ (১৯৯৫)-এ ফের অজয়ের সঙ্গে জুটি বাঁধেন তিনি। সেখান থেকেই শুরু তাঁদের বারবার একসঙ্গে পর্দায় জাদু সৃষ্টি করা। বছরের পর বছর ধরে এই জনপ্রিয় জুটি ‘থাকশাক’, ‘দৃশ্যম’ , ‘গোলমাল এগেইন’ , ‘দে দে পেয়ার দে’, ‘দৃশ্যম ২’, ‘ভোলা’-র মতো সুপারহিট সিনেমায় একসঙ্গে দর্শকদের মুগ্ধ করেছেন। অজয় দেবগনের সঙ্গে অভিনেত্রী সম্পর্ক নিয়ে চর্চা হয়েছে। শোনা যায়, টাবু আর অজয় ছিলেন ছোটবেলার বন্ধু। বেড়েও উঠেছিলেন একই পাড়ায়। ২০১৭ সালে অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘হ্যাঁ, অজয় এবং আমি একে অপরকে ২৫ বছর ধরে চিনি। ও হল আমার খুরতুতো ভাই সমীর আর্যর প্রতিবেশী এবং ঘনিষ্ঠ বন্ধু’।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement