ছত্তিশগড়: ছত্তিশগড়ের সুকমা জেলায় শনিবার সকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত অন্তত ১৬ জন নকশালবাদী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই জওয়ান আহত হয়েছেন। জানা গিয়েছে, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের যৌথ বাহিনী নকশাল বিরোধী অভিযানে নামলে এই সংঘর্ষ শুরু হয়। এক আধিকারিক জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে কেরলাপাল এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থল থেকে দুটি একে-৪৭ রাইফেলসহ প্রচুর দেশি অস্ত্র এবং বিপুল পরিমাণে গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।এছাড়াও, নিহত নকশালদের দেহ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। আহত দুই জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত এর আগে, ২০ মার্চ ছত্তিশগড়ের বিজাপুর ও কাঙ্কের জেলায় দুটি পৃথক অভিযানে অন্তত ৩০ জন নকশাল নিহত হয়েছিল। বিজাপুরে ২৬টি এবং কাঙ্কেরে ৪টি দেহ উদ্ধার করা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। একই দিনে কাঙ্কের জেলার অন্য একটি অভিযানে আরও ৪ জন নকশাল নিহত হয়। গত কয়েক মাসে নকশালদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে, গভীর জঙ্গলে গিয়ে নকশালবাদীদের একের পর ঘাঁটি ধ্বংস করা হয়েছে।