একদিকে রামনবমী, ওপর দিকে ঈদ। তা নিয়ে রাজনীতি চলছে। দুটি উৎসবেই বাংলাকে অশান্ত করার ছক করা হচ্ছে বলে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। শনিবার সাংবাদিক বৈঠক করে জানালেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার। রাজ্যের সাধারণ মানুষকেও সতর্ক করে পুলিশের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কেউ যেন প্ররোচনায় পা না দেন।
তাঁরা জানান, গোপন সূত্রে খবর পেয়েছেন যে, এই দুই ধর্মীয় উৎসবে বাংলাকে অশান্ত করার ছক করেছে বেশ কিছু সংগঠন। তারা বিভিন্নরকম উস্কানিমূলক পোস্টার-প্ল্যাকার্ড লাগানোর পরিকল্পনা করছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে। কেউ যেন কোনও প্ররোচনায় পা না দেন, এই আর্জি জানানো হয়েছে।
সুপ্রতীম সরকার বলেন, “আমরা গোপন সূত্রে জানতে পেরেছি ইদ এবং রামনবমীর দিন কোনও মহল থেকে এমন পরিকল্পনা করা হচ্ছে, যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। সাম্প্রদায়িক শান্তি বিঘ্নিত হয়। এমন কিছু পোস্টার লাগানোর পরিকল্পনার কথা জানতে পেরেছি আমারা। যাতে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একটা বিদ্বেষ-হিংসা তৈরি হয়। এমনকী কিছু কাজেরও পরিকল্পনার কথা জানতে পেরেছি যাতে শান্তি নষ্ট হয়।”