কাঁথি সমবায় নির্বাচন ঘিরে রণক্ষেত্র, আক্রান্ত অখিল গিরি

IMG-20250329-WA0250

সমবায় ব্যাঙ্কের ভোট ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে কাঁথি। ভোটে সকাল থেকেই উত্তেজনা তৈরী হয়। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন তৃণমূল বিধায়ক অখিল গিরি। তিনি অভিযোগ তুললেন, সমবায় ব্যাঙ্কের ভোটে কেন্দ্রে ভুয়ো ভোটার ঢুকতে মদত দিচ্ছে পুলিশ। তাতে বাধা দেওয়াতেই আক্রান্ত হয়েছেন বলে দাবি। এদিন ভোটপর্ব শুরু হওয়ার কিছু পরেই ভোট গ্রহণ কেন্দ্রের অদূরে পুলিশের সামনেই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি কর্মীরা। বেলা বাড়তেই উত্তেজনা বাড়ে। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন তৃণমূল বিধায়ক অখিল গিরি। এরপর তিনি অভিযোগ করেন, বিজেপির মদতে ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়ে ভোট করানোর চেষ্টা হচ্ছে। এই অভিযোগ শুনেই আরও হইচই সৃষ্টি হয়। সেই সময়ে তাঁকে পুলিশে মেরেছে বলে দাবি করেন অখিলবাবু।
তিনি বলেন, ভূতুড়ে ভোটার ইস্যুতে প্রতিবাদ করায় তাঁর গায়ে হাত তোলা হয়েছে। তবে বিজেপি-র অভিযোগ, তাদের সমর্থক, কথিত ভোটারদের ভোটদান থেকে বিরত রাখার চেষ্টা করছে তৃণমূল। বিভিন্ন ভাবে বাধা দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা হুমকি দিচ্ছে বলেও অভিযোগ।
তৃণমূল বিধায়ক আক্রান্ত হওয়ার বিষয়ে বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। তৃণমূলের বিধায়ককে মারছে পুলিশ। পুলিশ তো ওদেরই লোক। অভিযোগ সত্যি যদি পুলিশের বিরুদ্ধেই হয়, তদন্ত করা উচিত। তবে আমাদের কাছে খবর, অখিল গিরিই ওখানে গিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করেছিলেন।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement