নগরন্নয়নের ভিড়ে বন্যপ্রান সংরক্ষণে জোর

IMG-20250329-WA0241

আগে ঘুম ভাঙত পাখিদের ডাকে। এখন শহরের ইট কাঠের আবাসনের ভিড়ে হারিয়ে যাচ্ছে পাখিদের সেই কলরব। সময়ের সাথে চড়াই, ঘুঘুর মতো যে সব পাখি এক সময় জানলা কিংবা উঠোনে আসত। এখন তাঁদের দেখা মেলে না। কেন হারিয়ে যাচ্ছে ডানা মেলা সেই কিচিরমিচির কয়েকশো পাখির সংখ্যা? পাড়ার শূন্য রকের যে শূন্যতা তেমন পাখিদের নৈশব্দের মুহূর্ত হারিয়ে যাচ্ছে বলে প্রশ্ন তুললেন নৃত্যশিল্পী অলোকানন্দা রায়। সিদ্ধা গ্রূপের আয়োজনে আরবান ওয়াইল্ড লাইফ এনকাউন্টার শীর্ষক এক আলোচনায় উপস্থিত হয়েছিলেন বাংলার প্রাক্তন বনকর্তা প্রদীপ ব্যস ও মহারাষ্ট্রের প্রাক্তন বনকর্তা সুনীল লিমায়ে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের শিক্ষক জয়ন্ত বসু। এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত লেস টক মোর ট্রি বিষয়ে একটি তথ্য প্রকাশ করা হয়। এদিন আলোচনায় প্রত্যেকে বনাঞ্চল ও পশু সংরক্ষণ বিষয়ে তথ্য তুলে ধরেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement