তিনদিন ব্যাপী নাট্যোৎসব নাট্যভাবনা-২০২৫

IMG-20250328-WA0218

১৯ থেকে ২১ মার্চ, তিনদিন ব্যাপী একাডেমি মঞ্চে অনুষ্ঠিত হল দৃশ্যপটের নাট্যোৎসব ‘নাট্যভাবনা- ২০২৫’। দৃশ্যপট কলকাতা শহরের অন্যতম প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় নাট্যদল। বিগত ৩৮ বছর ধরে তারা সাফল্যের সঙ্গে নাট্যচর্চা করে চলেছে। এবারে ২৩ বছরে পদার্পণ করল নাট্যভাবনা। ১৯ তারিখ, প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই নাট্যোৎসবে শুভ সূচনা করেন নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদার, স্বনামধন্য অভিনেত্রী ছন্দা চট্টোপাধ্যায়, নাট্যকার হর ভট্টাচার্য এবং দৃশ্যপট নাট্যদলের পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। প্রতিবছর দৃশ্যপট বাংলা নাট্যজগতের কোন না কোনো বিশিষ্ট ব্যক্তিত্বের হাতে দৃশ্যপট সম্মান অর্পণ করে। এবছর বর্ষিয়ান তথা কালজয়ী অভিনেত্রী ছন্দা চট্টোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হল দৃশ্যপট সম্মান। অনুষ্ঠানের মঞ্চে তাঁর সুকন্ঠের সঙ্গীত পরিবেশন মুগ্ধ করে দর্শকদের। নাট্য উৎসবের প্রথম দিন নাটকের গান পরিবেশনে ছিলেন অরিন্দম রায়। এরপর দৃশ্যপটের প্রযোজনায় ও উৎসব রাউতের পরিচালনায় মঞ্চস্থ হয় মোহিত চট্টোপাধ্যায়ের নাটক অবলম্বনে ‘বিধাতাপুরুষ’। ২০ তারিখ মঞ্চস্থ হয় দৃশ্যপটের অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘টেনিদা’। উজ্জ্বল মণ্ডল রচিত এবং অনির্বাণ ভট্টাচার্য নির্দেশিত এই নাটক বরাবরের মতো এবারও দর্শকদের আনন্দ দিয়েছে। উৎসবের শেষ দিন অর্থাৎ ২১ তারিখ মঞ্চস্থ হয় দৃশ্যপটের সাম্প্রতিকতম প্রযোজনা মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প-প্রাণিত নাটক ‘শিল্পী’। অনির্বাণ ভট্টাচার্য নির্দেশিত এবং নাট্যকার উজ্জ্বল মণ্ডল রচিত এই নাটক দর্শকদের আবিষ্ট ও মুগ্ধ করে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement