অক্সফোর্ডে মমতার ভাষণের মধ্যেই ‘অভয়া’ চিৎকার, মুখ্যমন্ত্রী বললেন ‘নাটক করবেন না’

IMG-20250328-WA0004(1)

ব্রিটেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মধ্যেই ‘অভয়া’-র নাম উঠে আসে। বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলোগ কলেজে যখন মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন, সেইসময় শ্রোতাদের মধ্যে থেকে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে প্রশ্ন তোলা হল। অক্সফোর্ডের কেলগ কলেজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সময়ে একাধিক ‘মিথ্যা দাবি’ করা হয়েছে বলে অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানাল স্টুডেন্টস’ ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)- যুক্তরাজ্য শাখা। বিক্ষোভকারীদের মূল অভিযোগ, পশ্চিমবঙ্গে বিগত ছয় বছর ধরে বিশ্ববিদ্যালয় নির্বাচন হচ্ছে না এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার বারবার দমন করা হচ্ছে। একইসঙ্গে সরাসরি আঙুল তোলা হয় তাঁর সরকারের দিকে।
শ্রোতাদের মধ্যে থেকে কেউ চিৎকার করে কিছু বলতে থাকেন। তখন মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা পুরো মিথ্যে কথা বলছেন। ব্রাদার, ডোন্ট ডু ইট (ভাই এরকম করবেন না)। ডোন্ট ডু ইট ব্রাদার। আপনার প্রতি আমার বিশেষ স্নেহ আছে। কিন্তু ডোন্ট ডু ইট ব্রাদার। এটাকে রাজনৈতিক মঞ্চে পরিণত করবেন না। যদি আপনার রাজনৈতিক মঞ্চের প্রয়োজন হয়, তাহলে বাংলায় যান আর নিজের দলকে বলুন যে সাম্প্রদায়িক লোকজনদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যেন আরও শক্তিশালী হয়ে ওঠে। আমার সঙ্গে লড়াই করতে আসবেন না।’
এসএফআই-ইউকের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, যদি রাজ্যে নারীশক্তির বিকাশ ঘটে থাকে, তবে কেন কিশোরী মেয়েদের স্কুলছুটের হার ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং কেন রাজ্য এখনও সর্বোচ্চ বাল্যবিবাহের হার তালিকার উপরে।
মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা নাটকের মঞ্চ নয়। এই মঞ্চ থেকে যিনি কথা বলছেন, তাঁর কথা বাকিদের শুনতে দিতে হবে।’

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement